বুধবার, ২০ মার্চ, ২০১৯ ০০:০০ টা

টু কি টা কি

যুবাদের ড্র

কাতারে শেষ প্রস্তুতি ম্যাচে ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। গতকাল দোহায় অনুষ্ঠিত এই ম্যাচে জেমিডের শিষ্যরা ১-১ গোলে ড্র করেছে স্থানীয় আল-আরাবিয়া ক্লাবের বিপক্ষে। ৩৭ মিনিটে হাসানের গোলে আরাবিয়া এগিয়ে যায়। ৬১ মিনিটে বাংলাদেশকে সমতায় ফেরান রকি। আগের প্রস্তুতি ম্যাচে অনূর্ধ্ব-২৩ দল জয় পেয়েছিল।

 

সফল অস্ত্রোপচার

চিকিৎসক আলডিন হংয়ের অধীনে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের সফল অস্ত্রোপচার হয়েছে। ব্রেনে টিউমার ধরা পড়ায় জরুরি ভিত্তিতে তার অপারেশন দরকার ছিল। সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রুবেলের অস্ত্রোপচার হয় গতকাল। বর্তমানে তিনি সুস্থ আছেন। হাত-পা নাড়াতে কোনো সমস্যা হচ্ছে না।

 

সকালে কোয়ার্টার বিকালে সেমি

পানামা গ্রুপ ঢাকা মহানগরী স্কুল ভলিবলে কোয়ার্টার ও সেমিফাইনাল আজ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বালক বিভাগে বারিধারা রাজউক- সেরা অষ্টম স্থান। সাউথ ব্রীজ ধানমন্ডি- সাউথ পয়েন্ট, সাউথ ব্রীজ উত্তরা-স্কলাস্টিকা, ক্যামব্রিয়ান-রমিজউদ্দিন মুখোমুখি হবে।

 

রাগবির পুরস্কার

এশিয়া রাগবির মাসিক গেন্টু রাগবি রিপোর্টে বাংলাদেশ প্রশংসিত হয়েছে। বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন ২০১৯ সালে নতুন ৯৮৪৪ জন খেলোয়াড়কে গেট ইন্টু রাগবি প্রশিক্ষণ কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়। এ অংশ মহান এশিয়ার ৩২ দেশের মধ্যে ৬ষ্ঠ ও ১৫৭ দেশের মধ্যে বাংলাদেশ আছে অষ্টম স্থানে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর