বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯ ০০:০০ টা
কাল বাছাইপর্ব

আরবিকে রুখে দিয়ে অলিম্পিক দলের উচ্ছ্বাস

ক্রীড়া প্রতিবেদক

আরবিকে রুখে দিয়ে অলিম্পিক দলের উচ্ছ্বাস

টানা তিন ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড নিয়ে বাহরাইন উড়ে গেছে বাংলাদেশ অনূর্র্ধ্ব-২৩ ফুটবল দল। অলিম্পিক দলটি মধ্যপ্রাচ্যের দেশটিতে খেলবে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব। বাছাইপর্ব খেলবে কাতারে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষে। গতকাল ক্যাম্প শেষ হলেও হ্যাটট্রিক জয়ের আনন্দে মেতে উঠতে পারেনি অলিম্পিক দল। টানা তিন জয় না পেলেও হারের গোলচক্কর থেকে ঠিকই বেরিয়ে এসেছে। জেমি ডে-এর শিষ্যদের বছর শুরু জয়ে। আর কাতার সফর শেষ হয়েছে ড্রয়ে। অবশ্য মধ্যপ্রাচ্যের দেশটিতে রকি, আশরাফুল, জীবনদের যাত্রা হয়েছিল জয়ে। লাওসকে হারানোর পর গত শুক্রবার হারায় কাতারের শীর্ষস্থানীয় ক্লাব আল শাহানিয়াকে। মঙ্গলবার রাতে ১-১ গোলে ড্র করেছে কাতার স্টার্স লিগের আরেক শীর্ষ দল আল আরবির সঙ্গে। এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ বা অলিম্পিক দল ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করছে কাতারে। মধ্যপ্রাচ্যের আরেক দেশ বাহরাইনে ২২ মার্চ থেকে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে অংশ নিবে বাংলাদেশ।

সর্বশেষ খবর