শিরোনাম
শুক্রবার, ২২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

হতাশা কাটছে না জার্মানির

ক্রীড়া প্রতিবেদক

চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন। ইউরো সেরা তিনবার এবং কনফেডারেশন কাপের শিরোপাধারী একবার। বিশ্ব ফুটবলের পরাশক্তির তালিকায় সবার উপরের দিকে দল জার্মানি। অথচ কঠিন সময়ের মধ্যে দিয়ে হাঁটছে ফ্রেঞ্চ বেকেনবাওয়ার, লোথার ম্যাথিউস, গার্ড মুলার, মিরোশ্লাভ কেøাসার জার্মানি। তারকা ও ম্যাচজয়ী ফুটবলারের অভাবে অবনমন হয়েছে জোয়াকিম লো’র দলটির। নেদারল্যান্ডস, বেলারু, উত্তর আয়ারল্যান্ড, এস্তোনিয়াকে পেছনে ফেলে ২০২০ সালের ইউয়েফা ইউরোপীয় লিগের চূড়ান্ত পর্বে খেলতে পারবে কি না, সন্দিহান ফুটবলপ্রেমীরা। তবে ইতিহাস ও ঐতিহ্যবাহী দল বলেই আত্মবিশ্বাসী দলটি। ২০১৮ সালের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া জার্মানির বছরটি ভালো যায়নি। ১৩ ম্যাচে জয় ছিল সাকল্যে ৪টি, হার ৬টি এবং ড্র মাত্র ৩টি। সেই ধাক্কা সামলাতে চলতি বছর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ঘরের মাঠে। কিন্তু নিজেদের শহর ভলফসবুর্কে সার্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে হতাশা কাটাতে পারেনি। কোনো রকমে ১-১ গোলে ড্র করে মান বাঁচিয়েছে। সার্বিয়ার বিপক্ষে ড্রয়ের আত্মবিশ্বাস নিয়ে ২৪ মার্চ ইউয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নেদাল্যান্ডসের বিপক্ষে খেলতে নামবে।

গত জুনে রাশিয়া বিশ্বকাপে সৌদি আরব ও সুইডেনকে হারানোর পরও নক আউটপর্বে খেলতে পারেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।

সর্বশেষ খবর