শনিবার, ২৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বাংলা চ্যানেলে ওরা ৩১

আব্দুস সালাম, টেকনাফ (কক্সবাজার)

বাংলা চ্যানেলে ওরা ৩১

একজন প্রতিবন্ধী ও দুজন কিশোরীসহ ৩১ জন সাঁতারু এ বাংলা চ্যানেলটি পাড়ি দিলেন। এর মধ্যে ২৯ জন পুরুষ সাঁতারু ছিলেন। কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ১৬ দশমিক ১ কিলোমিটার দূরত্বের বঙ্গোপসাগরের এ স্রোত ধারাটির নাম বাংলা চ্যানেল। ১৪তম সাঁতার অনুষ্ঠিত হলেও একসঙ্গে ৩৪ জন দেশীয় সাঁতারু অংশ নেন। পানিতে ডুবে মরা থেকে রক্ষা পেতে মানুষের সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব আরোপ করতে ষড়জ এডভেঞ্চার এবং এক্সট্রিম বাংলার আয়োজনে ১৪তম ফরচুন বাংলা চ্যানেল সাঁতার প্রতিযোগিতা শুরু করা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ৯টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয় বাংলা চ্যানেল সাঁতার। ফরচুন বাংলা চ্যানেলে এবারের ৩৪ জনের মধ্যে ৩১ জন সফলভাবে পাড়ি দিতে পেরেছেন। এর মধ্যে সাজ্জাদ হোসেন ২ ঘণ্টা ৫৯ মিনিট সময় নিয়ে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট থেকে সাঁতরে ১৬ দশমিক ১ কিলোমিটার নাফনদ ও সমুদ্রপথ (বাংলা চ্যানেল) পাড়ি দিয়ে সেন্টমার্টিনে পৌঁছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর