Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শনিবার, ২৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ২৩ মার্চ, ২০১৯ ০১:৪৮

হারে শুরু বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

হারে শুরু বাংলাদেশের

প্রিয় বাংলাদেশের ফুটবল ম্যাচ দেখতে বাহরাইনের ঈসা টাউন খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে ঢল নেমেছিল প্রবাসীর। গত পাঁচ-ছয় বছরে ঢাকায়ও এত দর্শকের সমাগম হয়নি। গতকাল এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ‘বি’ গ্রুপের বাংলাদেশ-বাহরাইন ম্যাচ দেখতে দর্শকে ভরে গিয়েছিল স্টেডিয়াম। ম্যাচে জয় পাননি জেমি ডে’র শিষ্যরা। ১-০ গোলে হেরেছেন স্বাগতিক দলের বিপক্ষে। কিন্তু শেষ পর্যন্ত লড়াই করে মন জয় করে নিয়েছেন প্রবাসীদের। হার দিয়ে আসর শুরু করা বাংলাদেশ অলিম্পিক দলের দ্বিতীয় ম্যাচ আগামীকাল, প্রতিপক্ষ ফিলিস্তিন। গ্রুপের শেষ ম্যাচ ২৬ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে।

মাসুক মিয়া জনিরা বাহরাইনে খেলতে আসেন কাতারে ১০ দিনের ক্যাম্প শেষে। দোহায় এক জয় ও এক ড্রর আত্মবিশ্বাস নিয়ে গতকাল আনিসুর রহমান জিকো, সুশান্ত ত্রিপুরা, মতিন মিয়ারা খেলতে নামেন। যদিও ম্যাচে আধিপত্য ছিল স্বাগতিক বাহরাইনের। তার পরও ৫-৪-১ ফরমেশনে রক্ষণাত্মক ফুটবল খেলে লড়াই করেছে জেমির দল। যদিও রক্ষণভাগের ভুলে গোল খেয়ে হেরে মাঠ ছেড়েছে। প্রথমার্ধে প্রতিপক্ষের গতির সঙ্গে মানিয়ে নিতে না পেরে গোল খেয়ে বসেন মাসুক মিয়ারা। তবে দ্বিতীয়ার্থে গোছানো ফুটবল খেলে সমানে সমান লড়াই করে বেশ কয়েকটি সুযোগও সৃষ্টি করেন। প্রতিপক্ষের রক্ষণভাগের দৃঢ়তায় সমতা আনতে ব্যর্থ হন। বাংলাদেশ ২০১২ সাল থেকে নিয়মিত এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব খেলছে। বাহরাইন ম্যাচ পর্যন্ত ১১টি ম্যাচ খেলে এখনো জয়ের মুখ দেখেনি। সাফল্য সাকল্যে ড্র। তাও আবার ঘরের মাঠে চার বছর আগে প্রতিবেশী ভারতের সঙ্গে ড্র। গতকাল শুরু চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে থাইল্যান্ড ৪-০ গোলে ইন্দোনেশিয়া, চীন ৫-০ গোলে লাওস, জাপান ৮-০ গোলে ম্যাকাও, মিয়ানমার ৭-০ গোলে তিমুর, দক্ষিণ কোরিয়া ৮-০ গোলে চাইনিজ তাইপে, উত্তর কোরিয়া ১-০ গোলে মঙ্গোলিয়া, ইরাক ৫-০ গোলে হারায় ইয়েমেনকে এবং সিঙ্গাপুর-হংকং ম্যাচ ড্র হয় ১-১ গোলে।


আপনার মন্তব্য