সোমবার, ২৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

পরিবর্তন আসছে মোহামেডানে

বেশকিছু গুরুত্বপূর্ণ পদ রদবদল করে ক্লাবকে নতুনভাবে সাজানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে

ক্রীড়া প্রতিবেদক

পরিবর্তন আসছে মোহামেডানে

সংকটাপন্ন অবস্থায় ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান। গত মৌসুমে প্রিমিয়ার হকি লিগে চ্যাম্পিয়ন হলেও ফুটবল ও ক্রিকেটে দুর্দশা কাটছে না। ২০০২ সালের পর লিগে ফুটবলে শিরোপা নেই। পেশাদার লিগে প্রথম তিন আসরে রানার্সআপ হলেও পরবর্তী আসরগুলোয় হতাশাজনক পারফরম্যান্স। আসলে দুর্বল দল গড়ায় করুণ এই পরিণতি। এবার তো রেলিগেশন শঙ্কায় দুলছে। পাঁচ পয়েন্ট নিয়ে এগারতম স্থানে আছে সাদা-কালোরা।

ক্রিকেটে ২০০৯-২০১০ মৌসুমে শেষ বারের মতো শিরোপা জিতেছে মোহামেডান। অথচ তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ফুটবল ও ক্রিকেটে ব্যাক টু ব্যাক সাফল্য পাচ্ছে। ঐতিহ্যবাহী দলের এমন সংকটাপন্ন অবস্থা নিয়ে ক্রীড়ামোদীরা চিন্তিত। কেননা মোহামেডানের মতো জনপ্রিয় ক্লাব এভাবে শেষ হয়ে যাক কারও কাম্য নয়। শোনা যাচ্ছে ক্লাব চাঙ্গা করতে মোহামেডানে বড় ধরনের পরিবর্তন আসছে।

ক্লাবের ডিরেক্টর ইনচার্জ অভিজ্ঞ সংগঠক লোকমান হোসেন ভূইয়া এ ব্যাপারে মুখ না খুললেও ক্লাবেরই এক অভিজ্ঞ সংগঠক জানান, সরকারের ঊর্ধ্বতন মহলের নির্দেশে মোহামেডানে পরিবর্তন আনা হচ্ছে। সভাপতি ও বেশকিছু গুরুত্বপূর্ণ পদ রদবদল করে ক্লাবকে নতুনভাবে সাজানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে পরিবর্তনের কথা মিডিয়াকে জানানোর অপেক্ষায় রয়েছে ম্যানেজমেন্ট।

 

সর্বশেষ খবর