সোমবার, ২৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

লড়াই করে হারল যুবারা

ক্রীড়া প্রতিবেদক

লড়াই করে হারল যুবারা

র‌্যাঙ্কিং নয়। শক্তির দিক দিয়েও অনেক এগিয়ে ফিলিস্তিন। বাংলাদেশের যুবারা গোলের বন্যায় ভেসে গেলেও অবাক হওয়ার কিছু থাকত না।

ফিলিস্তিন জয় পেয়েছে ঠিকই তবে লড়াই করেছে মতিন, রকিরা। এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাই পর্বে আগের ম্যাচে স্বাগতিক বাহরাইনের কাছে ১-০ গোলে হারে জেমি ডের শিষ্যরা। গতকাল ‘বি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচেও ব্যবধান ১-০।

শক্তিশালী ফিলিস্তিনের বিপক্ষে সমান তালে লড়ছে অনূর্ধ্ব-২৩ দল। গোলের সুযোগও এসেছিল তবে কাজে লাগানো যায়নি। টানা দুই ম্যাচ হেরে পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা বাংলাদেশের শেষ হয়ে গেল।

আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতা। তারপরও সান্ত্বনার জয় পেলে শূন্য হাতে তো ফিরবে না বাংলাদেশ।

প্রথমার্ধে আবদাল্লাহর গোলে ফিলিস্তিন এগিয়ে যায়। গোল শোধের জন্য মরিয়া হয়ে খেললেও হার এড়াতে পারেনি লাল-সবুজের জার্সিধারীরা। শক্তিশালী দুই পক্ষের কাছে হারলেও যুবাদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর