বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯ ০০:০০ টা
অন্যান্য

মেসিনির্ভরতা আর নয়!

মেসিনির্ভরতা আর নয়!

বার্সেলোনার হয়ে ‘গ্রহান্তরে’র ফুটবল খেলেন লিওনেল মেসি। কিন্তু জাতীয় দলের জার্সিতে ম্লান। মেসি থাকার পর বিশ্বকাপের ফাইনালে উঠে শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা। এমনকি তিনবার কোপা আমেরিকার ফাইনালে উঠে শিরোপার দেখা পায়নি আলবেসিলেস্তোরা। ভক্তরা অনেকেই মেসিকে নিয়ে প্রশ্ন তুলছেন! সমালোচকদের দাবি, বার্সার হয়ে জানপ্রাণ দিয়ে খেললেও জাতীয় দলের হয়ে গা বাঁচিয়ে খেলেন মেসি! কিন্তু ১৯৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের ফরোয়ার্ড ভালদানো মনে করেন, দোষ মেসির নয়। তার সঙ্গে যারা খেলেন তারা মেসির মানের নয়। তাই শুধু বার্সা তারকার দিকে তাকিয়ে না থেকে দলের অন্যদের খেলার উন্নতি করতে হবে। ভালদানো বলেন, ‘শুধু মেসিনির্ভরতা আর নয়। দলে অন্যরা যারা যারা খেলেন তাদের খেলার মান বাড়াতে হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর