শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯ ০০:০০ টা

কুর্মিটোলায় ‘মুন্না ভাই’

মেজবাহ্-উল-হক

কুর্মিটোলায় ‘মুন্না ভাই’

গতকাল কুর্মিটোলা গলফ ক্লাবে ‘বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন ২০১৯’ এর লোগো উন্মোচন করছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও বলিউড তারকা সঞ্জয় দত্ত (বাঁয়ে)। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক রিক হক শিকদার ও রন হক শিকদারসহ অন্যরা

‘বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন-২০১৯’ শুরু হচ্ছে ৩ এপ্রিল। রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এশিয়ার সেরা গলফ টুর্নামেন্ট এশিয়ান ট্যুর। বিশ্বের ২২টি দেশের ১৫০ জন গলফার অংশ নেবেন। টুর্নামেন্টটির লোগো উন্মোচন করতে গতকাল ঢাকায় এসেছিলেন বলিউডের হার্ডথ্রব মুন্নাভাই এমবিবিএস সিনেমার কেন্দ্রীয় চরিত্র ‘মুন্না ভাই’ খ্যাত সঞ্জয় দত্ত।

জাতির পিতা বঙ্গবন্ধুর নামে এশিয়ান ট্যুরের টুর্নামেন্ট হচ্ছে, আর এমন টুর্নামেন্টের অনুষ্ঠানে আসতে পেরে গর্ব বোধ করেন বলিউড তারকা। কিছুটা স্মৃতিকাতরও হয়ে পড়েছিলেন। বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে দত্ত পরিবারের ঘনিষ্ঠতার কথা উল্লেখ করেন বলেন, ‘এ দেশের জাতির পিতা এবং আমার পিতা দুজনেই ভালো বন্ধু ছিলেন। দত্ত পরিবারের সঙ্গে বঙ্গবন্ধু পরিবারের ঘনিষ্ঠতা অনেক আগে থেকেই। আমার খুবই ভালো লাগছে এমন একটি সম্মানজনক টুর্নামেন্টে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে।’ লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান ও বাংলাদেশ গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট জেনারেল আজিজ আহমেদ। আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন এশিয়ান ট্যুরের প্রথম তিন আসরের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। এ ছাড়াও উপস্থিত ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী কে এম এনামুল হক শামীম, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান, এশিয়ান ট্যুরের পরিচালক (টুর্নামেন্ট) থাইল্যান্ডের চপ চাই। বঙ্গবন্ধু কাপ গলফ ওপেনের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক রিক হক শিকদার ও রনহক শিকদার, বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) প্রেসিডেন্ট ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা লে. কর্নেল খন্দকার আব্দুল ওয়াহেদ (অব.), গলফ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার মো. সাঈদ সিদ্দিকী  প্রমুখ।


সঞ্জয় দত্তের সঙ্গে করমর্দন করছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। এ সময় পাশে গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান                -রোহেত রাজীব


স্বাগতিক দেশ হওয়ায় বাংলাদেশের ৪০ জন পেশাদার গলফার এবং ৬ জন অ্যামেচার গলফার খেলার সুযোগ পাবেন। বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়ান ট্যুরের প্রথম চার আসরের চ্যাম্পিয়ন সিঙ্গাপুরের মারদান মামত, থাইল্যান্ডের থিতিফুন চুয়াপ্রায়াকং ও জজ জানেওয়াতানন্দ এবং সুইডেনের গলফার ম্যালকম কোকোসিনস্তিসহ তারকা গলফাররা এ আসরে অংশ নিচ্ছেন। বাংলাদেশ অনুষ্ঠিত আগের চার আসরে স্থানীয় গলফাররা সুবিধা করতে পারেননি। ভালো করতে না পারার পেছনে গলফারদের অভিযোগ ছিল, এশিয়ান ট্যুরের আসরের সময় স্ট্যান্ডার্ড বজায় রাখতে গ্রিনের স্পিড বাড়িয়ে দেওয়া হয়। যে কারণে পরিচিত কোর্সই স্থানীয়দের কাছে হয়ে যায় অচেনা। তবে এবার সে অজুহাত দেওয়ার সুযোগ নেই। কারণ স্পিড গ্রিনেই অনুশীলন করার সুযোগ পাচ্ছেন স্থানীয় গলফাররা।

বাংলাদেশের প্রত্যাশার পারদটা থাকবে মূলত দেশসেরা গলফার সিদ্দিকুর রহমানকে ঘিরে। একমাত্র বাংলাদেশি গলফার হিসেবে তিনি দু-দুবার এশিয়ান ট্যুরের শিরোপা জিতেছেন। ২০১০ সালে ব্রুনাই ওপেন জয়ের পর ২০১৩ সালে ভারতে জেতেন হিরো ইন্ডিয়া ওপেনের শিরোপা। এরপর আর কোনো এশিয়ান ট্যুরের শিরোপা জিততে পারেননি সিদ্দিকুর। তবে কয়েকবার ইউরোপীয়ান ট্যুরে শিরোপা জয়ের খুব কাছাকাছি চলে গিয়েছিলেন। শেষ মুহূর্তের ভুলে চ্যাম্পিয়ন হতে পারেননি। এবার দেশের মাটিতে শিরোপা জয়ের ব্যাপারে বদ্ধপরিকর সিদ্দিকুর।



বাংলাদেশের অন্য গলফাররাও সাম্প্রতিক ফর্মের তুঙ্গে রয়েছেন। গত বছর মালয়েশিয়ার মাটিতে এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুরের শিরোপা জিতেছেন সাখাওয়াত হোসেন সোহেল। অনেক দিন থেকে তিনি ফিটনেস নিয়ে কাজ করছেন। বঙ্গবন্ধু গলফে শিরোপা জয়ের ব্যাপারে খুবই আশাবাদী তিনি। সোহেল বলেন, ‘অনেক দিন থেকেই আমি ফিটনেস নিয়ে কাজ করছি। আমাদের অন্য গলফাররাও অনেক সচেতন। এবার ভালো কিছুই হবে।’

আরেক তারকা গলফার জামাল হোসেন মোল্লাহ কয়েক সপ্তাহ আগেই ভারতের মাটিতে পিজিটিআই ট্যুরের আসরে বেঙ্গল ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন। ভারতের তারকা গলফারদের চমকে দিয়ে শিরোপা জিতেছিলেন তিনি।     


সঞ্জয় দত্তের পাশে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান      


ওই টুর্নামেন্টে জামাল ছাড়াও অংশ নিয়েছিলেন বাংলাদেশের আরেক গলফার বাদল হোসেন। তিনিও সেরা দশে থেকেই শেষ করেছেন। তবে সাভারের গলফার যে ফর্মের তুঙ্গে রয়েছেন তা বুঝিয়ে দিয়েছেন একদিন আগেই। সাভার গলফ ক্লাবে অনুষ্ঠিত পেশাদার গলফ টুর্নামেন্টে রেকর্ড ‘১৯ আন্ডার’ পার খেলে তিনি শিরোপা জিতেছেন। এ ছাড়া বাংলাদেশের অন্য গলফারদের মধ্যে দুলাল হোসেন, মোহাম্মদ নাজিম, সজীব আলী, রাহাত তাহসীন পরশ প্রমুখ ফর্মে রয়েছেন।

‘বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন-২০১৯’ হবে ৩-৬ এপ্রিল। বাংলাদেশের মোট ৪০ জন পেশাদার ও ৬ জন অপেশাদার গলফার অংশ নেবেন।


বলিউড স্টার সঞ্জয় দত্তকে শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর