শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯ ০০:০০ টা

তারকা ঝলমলে বসুন্ধরা

রাশেদুর রহমান

তারকা ঝলমলে বসুন্ধরা

সোনালি অতীত ক্লাবের অধিনায়ক হাসানুজ্জামান খান বাবলু (বাঁয়ে), বসুন্ধরা কিংসের অধিনায়ক ইমরুল হাসান -বাংলাদেশ প্রতিদিন

চারদিকে সবুজের সমারোহ। লোকালয় থেকে অনেকটা দূরে। শহুরে কোলাহল সেখানে পরিবেশকে স্পর্শ করে না। বসুন্ধরা আবাসিক এলাকায় এন ব্লকের মাঠে প্রাকৃতিক পরিবেশের মধ্যেই বসুন্ধরা কিংস আয়োজন করে দারুণ এক ম্যাচের। বসুন্ধরা কিংস অফিশিয়াল বনাম সোনালী অতীত ক্লাব। এ প্রীতি ম্যাচে কেউ জেতেনি। ম্যাচটা ২-২ গোলের ড্রতে শেষ হয়েছে। তবে নানান দিক থেকে আগত দর্শকরা উপভোগ করেছেন হারিয়ে যাওয়া গৌরবময় ফুটবলের ছোট্ট একটা ঝলক। যেখানে রাইট উইংয়ে আলফাজ আহমেদের দুরন্তপনা ছিল। নকীবের অবিশ্বাস্য ফিনিশিং ছিল। মাঝ মাঠে আরমান মিয়ার আধিপত্য ছিল। ফরোয়ার্ড লাইনে শেখ মুহাম্মদ আসলামের সরব উপস্থিতি ছিল। সবমিলিয়ে দৃষ্টিনন্দন ফুটবলের দারুণ একটা উদাহরণ হয়ে রইল গতকালের প্রীতি ম্যাচটি। এক সময় জাতীয় দলের ফুটবলার ছিলেন তারা। মাঠ কাঁপিয়েছেন আবাহনী-মোহামেডানের মতো ঐতিহ্যবাহী ক্লাবের জার্সিতে। সেই তারাই আবার ধরা দিলেন সাধারণ দর্শকের অতি নিকটে। গতকাল আসলাম, আলফাজ, আরমানদের পাশাপাশি আশরাফ উদ্দিন চুন্নু, হাসানুজ্জামান খান বাবলু, রবিন, নান্নু, মনিসহ আরও অনেক তারকা ফুটবলাররা উপস্থিত হয়েছিলেন বসুন্ধরার আয়োজনে। এসেছিলেন আবদুল গাফরার, ছাইদ হাছান কানন আর শফিকুল ইসলাম মানিকরাও। সবার উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় প্রীতি ম্যাচটি। ম্যাচে সাবেক তারকাদের পাশাপাশি দারুণ ফুটবল উপহার  দেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান এবং সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ। দুজনেই একটি করে গোল করেন দলের পক্ষে। অবশ্য আলফাজের ক্রসে বল পেয়ে দারুণ এক গোলে সোনালী অতীত ক্লাবকে এগিয়ে দিয়েছিলেন নকীব। এরপর রক্সির পাসে বল পেয়ে দারুণ এক শটে গোল করে বসুন্ধরা কিংস অফিশিয়াল দলকে সমতায় ফেরান ইমরুল হাসান।   বেশ কিছুক্ষণ পর মিনহাজের গোলে এগিয়ে যায় তারা। তবে ম্যাচের শেষদিকে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান সোনালী অতীত ক্লাবের শফিকুল কাদের। অবশ্য বসুন্ধরা কিংস দুটি পেনাল্টি  পেলেও গোল করতে পারেনি। একটি মিস করেন রক্সি। অপরটি সানচেজ। কোচ অস্কার ব্রুজনও খেলেছেন। এমন দারুণ এক আয়োজনে আনন্দিত সাবেক তারকারা। আনন্দিত আয়োজক ক্লাবটির সভাপতি ইমরুল হাসানও। তিনি বলেন, ‘প্রীতি ম্যাচটা খেলে খুবই ভালো লাগছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর