শনিবার, ৩০ মার্চ, ২০১৯ ০০:০০ টা
অন্যান্য

মাশরাফির ৬ উইকেট

মাশরাফির ৬ উইকেট

বয়স ৩৫। অনেকেই বুট তুলে অবসর জীবনযাপন করছেন। অথচ মাশরাফি বিন মর্তুজা এখনো খেলছেন। শুধু ঘরোয়া ক্রিকেটেই নয়, দাপটের সঙ্গে খেলছেন আন্তর্জাতিক ক্রিকেটেও। বিশ্বকাপ ক্রিকেটে এবার বাংলাদেশকে ফের নেতৃত্ব দিবেন মাশরাফি। বিশ্বকাপের প্রস্তুতি নিতে প্রিমিয়ার ক্রিকেটকে বেছে নিয়েছেন নড়াইল এক্সপ্রেস। আবাহনীর হয়ে দুরন্ত বোরিং করছেন টাইগার অধিনায়ক। গতকাল বিকেএসপিতে গাজী ক্রিকেটার্সের বিপক্ষে আবাহনীর ২৯ রানের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ১০ ওভারের ৪৬ রানের খরচে নিয়েছেন ৬ উইকেট। রিস্ট ‘এ’ ক্রিকেটে এ নিয়ে চতুর্থবার ৬ উইকেট নিয়েছেন। এর আগে যৌথভাবে তার সঙ্গে ৩ বার করে ৬ উইকেট নিয়ে শীর্ষে ছিলেন পেসার রুবেল হোসেন।

ওয়ানডে ক্রিকেটেও দুজনের ক্যারিয়ার সেরা বোলিং বাংলাদেশের সেরা পারফরম্যান্স। আবাহনীর হয়ে এর আগে ২০১৭ সালে অগ্রণী ব্যাংক ও কলাবাগানের হয়ে ২০১৬ সালে লিজেন্ড অব রূপগঞ্জের বিপক্ষে ৬ উইকেট নিয়েছিলেন। ওয়ানডে ক্রিকেটে তার সেরা পারফরম্যান্স কেনিয়ার বিপক্ষে ২৬ রানে ৬ উইকেট। লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে বেশিবার ৬ বা তার বেশি উইকেটের বিশ্ব রেকর্ডে পাকিস্তানের লিজেন্ড ফাস্ট বোলার ওয়াকার ইউনিসের, ৬ বার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর