রবিবার, ৩১ মার্চ, ২০১৯ ০০:০০ টা
অ ন্যা ন্য

সানার সোনা জয় হলো না

সানার সোনা জয় হলো না

হলো না ইতিহাস। জেতা হলো না সোনা। এশিয়াকাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আরচারি টুর্নামেন্টে বাংলাদেশের রোমান সানা রুপা জিতেই সন্তুষ্ট থাকলেন। গতকাল থাইল্যান্ডে অনুষ্ঠিত রিকার্ভ পুরুষ এককে ফাইনালে তিনি কাজাখস্তানের আবদুল লিন ইল-ফাতের কাছে ৬-২ পয়েন্টে হেরে যান। সেমিতে থাইল্যান্ডের আরচার থামউং উইথ্যায়ারকে হারিয়ে বাংলাদেশের একমাত্র প্রতিযোগী হিসেবে ফাইনাল খেলার যোগ্যতা পেয়েছিলেন রোমান সানা। ইসলামী সলিডারিটি ও সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের আরচাররা সোনায় ভরিয়ে দিলেও এশিয়ার বড় কোনো টুর্নামেন্টে চোখে পড়ার মতো কোনো সাফল্য নেই।

রোমান সানার দুরন্ত তীর ছুড়ায় আশা জেগেছিল সোনা জিতে ইতিহাস গড়বেন তিনি। হলো না সেই জয়। তীরে এসে তরী ডুবালেন সানা। ফাইনালে তিনি পাত্তাই পাননি। যাক রুপা জিতলেও সামনে আরও ভালো করার ব্যাপারে আশাবাদী। ‘আমি দুঃখিত দেশবাসীকে সোনা উপহার দিতে পারিনি। আমার চেষ্টা থাকবে সামনে বড় কিছু উপহার দেওয়ার।

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে রোমান সানা, ইমদাদুল হক মিলন ও মোহাম্মদ হাকিম তামার পদক জিতেছেন। আজ দেশে ফিরছে আরচারি দল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর