সোমবার, ১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বেয়ারস্টো-ওয়ার্নারের সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক

বেয়ারস্টো-ওয়ার্নারের সেঞ্চুরি

সেঞ্চুরিম্যান বেয়ারস্টোকে অভিনন্দন জানাতে ছুটে এলেন ওয়ার্নার। সেঞ্চুরি করেছেন ওয়ার্নারও -এএফপি

অপেক্ষার পালা শেষ হওয়ার পথে ডেভিড ওয়ার্নারের। বল টেম্পারিংয়ের অভিযোগে গত বছর নিষিদ্ধ হয়েছিলেন ওয়ার্নার। নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। খেলবেন হয়ত বিশ্বকাপ ক্রিকেট। তার প্রস্তুতিটাও বেশ ভালোই হচ্ছে। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে সেঞ্চুরি (১০০) করেছেন তিনি। সেঞ্চুরি করেছেন হায়দরাবাদের বেয়ারস্টোও (১১৪)।  গতকাল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১১৮ রানে জিতেছে হায়দরাবাদ। জোড়া সেঞ্চুরিতে হায়দরাবাদের স্কোর ছিল ২০ ওভারে ২ উইকেটে ২৩১ রান। ২৩২ রানের টার্গেটে খেলতে নেমে কোহলির বেঙ্গালুরু গুঁড়িয়ে যায় ১১৩ রানে। সর্বোচ্চ ৩৭ রান করেন গ্র্যান্ডহোম। কোহলিদের গুঁড়িয়ে দেন আফগান অলরাউন্ডার  মোহাম্মদ নবী। ৪ ওভারের স্পেলে মাত্র ১১ রানের খরচে নেন ৪ উইকেট। এছাড়াও গতকাল আইপিএলে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। তারা ৮ রানে হারিয়েছে রাজস্থান রয়্যালসকে। প্রথমে ব্যাটিংয়ে নেমে শেষদিকের দুরন্ত ব্যাটিংয়ে ১৭৫ রান সংগ্রহ করে চেন্নাই। দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেন ধোনি। তিনি মাত্র ৪৬ বল খেলে চারটি ছক্কা ও চারটি চারে এই রান সংগ্রহ করেন। জবাব দিতে নেমে ১৬৭ রানেই থেমে যায় রাজস্থান রয়্যালস। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান সংগ্রহ করেন বেন স্টোকস। এই জয়ে অপরাজিতই থাকল চেন্নাই সুপার কিংস। আইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান করছেন ধোনিরা।

সর্বশেষ খবর