সোমবার, ১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
অ ন্যা ন্য

মেসির পানেনকা ফ্রি কিক

মেসির পানেনকা ফ্রি কিক

লিওনেল মেসিকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। ফুটবলে তার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়েছে অনেক আগেই। তবে তিনি যে এখনো নিত্য নতুন কাজ দিয়ে ভক্তদের তাক লাগিয়ে দিতে পারেন তার প্রমাণ মাঝে মধ্যেই দেন। এবার ফ্রি কিকে পানেনকা শটে গোল করে অবাক করে দিলেন সবাইকে। গত শনিবার লা লিগার ম্যাচে বার্সেলোনা মুখোমুখি হয়েছিল শহুরে প্রতিপক্ষ এসপানিওলের। সেই ম্যাচের ৭১ মিনিটে লিওনেল মেসি ডি বক্সের কয়েক হাত দূর থেকে পানেনকা শটে গোল করেন। ১৯৭৬ সালে ইউরো কাপের ফাইনালে চেক ফুটবলার পানেনকা এই শট নেন প্রথম। সেই থেকেই শটটার নাম হয় পানেনকা। তবে এটাকে ‘লিটল ডিগ’ অথবা ‘দি স্পুন’ নামেও ডাকা হয়। এই শটে গোলকিপারের ডান-বামে বল না মেরে মাঝখান দিয়ে মারা হয়। ঝুঁকিপূর্ণ এই শটটা সেরা সেরা ফুটবলাররা নিতেও ইতস্তত করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর