মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

দেশি-বিদেশি গলফারে মুখরিত কুর্মিটোলা

ক্রীড়া প্রতিবেদক

দেশি-বিদেশি গলফারে মুখরিত কুর্মিটোলা

রাত পোহালেই শুরু হচ্ছে বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন। কুর্মিটোলা গলফ ক্লাব এখন দেশি-বিদেশি গলফারের পদচারণায় মুখরিত। এশিয়ান ট্যুরের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ২২টি দেশের মোট ১৫০ জন গলফার। বিদেশি গলফাররা ইতিমধ্যেই চলে এসেছেন। তারা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করে নিচ্ছেন। বিদেশিদের পাশাপাশি স্থানীয় গলফাররাও নিজেদের ঝালিয়ে নিচ্ছেন। সিদ্দিকুর রহমান, জামাল হোসেন মোল্লাহ, সাখাওয়াত হোসেন সোহেল, বাদল হোসেন, দুলাল হোসেন, মোহাম্মদ নাজিম, সজীব আলীরা নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। বাংলাদেশি গলফারদের মধ্যে একমাত্র সিদ্দিকুর রহমান এর আগে দুবার এশিয়ান ট্যুরের শিরোপা জিতেছেন। এছাড়া গত বছর এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুরের শিরোপা জিতেছেন সোহেল। কিছুদিন ভারতের মাটিতে পিজিটিআইয়ে চ্যাম্পিয়ন হয়েছেন জামাল। এবার ঘরের মাঠে শিরোপা হাতছাড়া করতে চান না স্থানীয় গলফাররা।

এর আগেও বাংলাদেশে এশিয়ান ট্যুরের চারটি আসর অনুষ্ঠিত হয়েছে। প্রথম তিন আসর আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছিলেন দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।

সর্বশেষ খবর