মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

রিয়ালের রক্ষা

ক্রীড়া ডেস্ক

রিয়ালের রক্ষা

হুয়েসকা স্প্যানিশ লা লিগার তরুণতম সদস্য। গত মৌসুমে সেকুন্ডা ডিভিশনে দ্বিতীয় হয়ে লা লিগায় খেলার যোগ্যতা অর্জন করেছে। প্রথমবারের মতো লা লিগায় খেলতে এসে নিজেদেরকে ঠিকভাবে প্রমাণ করতে পারেনি দলটা। তবে গত রবিবার গভীর রাতে রিয়াল মাদ্রিদকে কাঁপিয়ে দিয়েছিল দলটা। লা লিগায় ২০ নম্বরে থাকা হুয়েসকার বিপক্ষে জিততেই ঘাম ছুটে যায় বর্তমান ইউরোপসেরাদের। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটা ৩-২ ব্যবধানে জিতলে যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ে নতুন করে ক্লাবের দায়িত্ব নেওয়া কোচ জিনেদিন জিদানের।

জিনেদিন জিদান নতুন করে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার পর থেকেই নতুন বাতাস বইতে শুরু করেছিল। সান্তিয়াগো সোলারির ব্যর্থতা মুছে দিতেই যেন এসেছেন তিনি। সমর্থকরা নড়েচড়ে বসেছিল। এবার হয়ত কিছু একটা হবে! নিজের দ্বিতীয় টার্মে প্রথম ম্যাচেই দলকে ২-০ গোলের জয় উপহার দেন জিদান। দ্বিতীয় ম্যাচটাও জিতলেন তিনি। কিন্তু বড় কষ্টে। ম্যাচের তৃতীয় মিনিটেই কুচো হার্নান্দেজের গোলে এগিয়ে যায় হুয়েসকা। সান্তিয়াগো বার্নাব্যুতে তখন রিয়াল সমর্থকদের মাথায় হাত। ২৫ মিনিটে ইসকোর গোলে সমতায় ফিরে দলটা। প্রথমার্ধে সমতায় থাকে দুই দল।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৬২ মিনিটে দানি সেবায়োসের গোলে এগিয়ে যায় রিয়াল। তবে জাবিয়ের ইটজেইতার ৭৪ মিনিটের গোলে সমতায় ফিরে হুয়েসকা। পয়েন্ট হারানোর শঙ্কা যখন জেঁকে বসেছে সান্তিয়াগো বার্নাব্যুর গ্যালারিতে ঠিক তখনই গোল করেন করিম বেনজেমা (৮৯)। স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে লস ব্ল্যাঙ্কোসরা।

এ জয়ে লা লিগায় তিনেই থাকল রিয়াল মাদ্রিদ। ২৯ ম্যাচে ৫৭ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। লিগের আর মাত্র ৯টি করে ম্যাচ বাকি। এর মধ্যে বার্সেলোনা ৬টি জিতলেই নিশ্চিত চ্যাম্পিয়ন। এ কারণেই এবার লা লিগায় রিয়াল মাদ্রিদ তো বটেই, অ্যাটলেটিকোর জয়ের সম্ভাবনাও নেই বললেই চলে।

এদিকে গত রবিবার লা লিগায় সেভিয়াকে ১-০ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়া।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর