বুধবার, ৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

আয়েও সেরা মেসি

ক্রীড়া ডেস্ক

আয়েও সেরা মেসি

লিওনেল মেসি একের পর এক রেকর্ড গড়েই চলেছেন। লা লিগায় সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ডটা নিজের করে নিচ্ছেন তিনি। গোলের রেকর্ডে ছাড়িয়ে যাচ্ছেন অন্যদের। আয়ের দিক থেকেই বা কম যাবেন কেন! এখানেও সেরা লিওনেল মেসিই। গত বছর ফুটবলারদের সামগ্রিক আয়ের ওপর এক প্রতিবেদন তুলে ধরেছে ফ্রান্স ফুটবল। সেখানে লিওনেল মেসি অন্যদের চেয়ে অনেকটা এগিয়ে আছেন। এমনকি ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়েও। বেতন আর বোনাস ছাড়াও এই আয়ের মধ্যে যোগ হয়েছে বিজ্ঞাপন থেকে আয়ের পরিমাণ। লিওনেল মেসি বছরে আয় করেন ১৩০ মিলিয়ন ইউরো (১২৩০ কোটি টাকা প্রায়)। ক্রিস্টিয়ানো রোনালদোর আয় ১১৩ মিলিয়ন ইউরো (১০৬৯ কোটি টাকা প্রায়)। তিনে আছেন নেইমার ৯১.৫ মিলিয়ন ইউরো। মজার ব্যাপার হলো, সেরা বিশে নেই গতবার ফিফার বর্ষসেরা ও ব্যালন ডি‘অর পুরস্কারজয়ী ক্রোয়েশিয়ান তারকা লুকা মডরিচ। আন্দ্রেস ইনিয়েস্তা বুড়ো বয়সেও আয়ে এগিয়ে আছেন অনেকের চেয়ে। তিনি ৩৩ মিলিয়ন ইউরো আয় করে ৬ নম্বরে আছেন। তাছাড়া শীর্ষ ২০-এ বুড়োদের মধ্যে আছেন ব্রাজিলের হাল্কও।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর