বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

নাটকীয় কিছু ঘটবে কি

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন

ক্রীড়া প্রতিবেদক

নাটকীয় কিছু ঘটবে কি

কী হবে আজ? হকি ফেডারেশনের নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। প্রশ্ন একটাই- বড় কোনো পদে কেউ প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন কিনা? বিশেষ করে সাধারণ সম্পাদক পদ নিয়েই যত আলোচনা। হকির কিংবদন্তি আবদুস সাদেক, এ কে এম মুমিনুল হক সাইদ ও আবদুর রশিদ শিকদার- এ তিনজনই সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। অবশ্য সাইদ ও রশিদ সহসভাপতি পদেও মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনে অংশ নিতে তাদের একটি পদেই লড়তে হবে। সাইদ ও রশিদ একই প্যানেলের প্রার্থী। বড় কোনো চমক না থাকলে সাইদ সহসভাপতি আর রশিদ সাধারণ সম্পাদক পদ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেবেন। কেননা আবদুস সাদেককে সাধারণ সম্পাদক পদে রেখেই যখন সমঝোতার কমিটি করার চিন্তা হচ্ছিল তখন সাইদ হঠাৎ করে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার ঘোষণা দেন। মনোনয়নপত্র জমার শেষ দিনে সাইদ জানান, কৌশল হিসেবে তিনি ও রশিদ দুটি পদে মনোনয়নপত্র জমা দেন। প্রথম দিকে শোনা যাচ্ছিল, সমঝোতার ভিত্তিতে নতুন কমিটি গঠন হবে। না, সমঝোতার সম্ভাবনা ক্ষীণই বলা যায়। গতকাল জাতীয় দলের সাবেক খেলোয়াড় কামরুল ইসলাম কিসমত বলেন, ‘সমঝোতার প্রশ্নই ওঠে না। সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমতি দিয়েছেন সাইদকে। সে ক্ষেত্রে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত।’ উল্লেখ্য, কিসমত নির্বাচনে সাইদ সমর্থিত প্যানেল থেকে সহসভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আবদুস সাদেক সমর্থিত প্যানেলের সহসভাপতি পদের প্রার্থী নন্দিত সাবেক খেলোয়াড় ও সংগঠক সাজেদ এ এ আদেল বলেন, ‘আমরা নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত। কে মনোনয়নপত্র প্রত্যাহার করবেন বা করবেন না- এ নিয়ে ভাবছি না।’
 আমার বিশ্বাস, হকির বৃহত্তর স্বার্থ চিন্তা করে সম্মানিত কাউন্সিলররা যোগ্যদের ভোট দেবেন। আমরা নির্বাচনকে নির্বাচন হিসেবেই নিয়েছি। কোনো অভিযোগ আমাদের বিরুদ্ধে কেউ তুলতে পারবেন না।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর