বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

রিপোর্টের অপেক্ষায় সিসিডিএম

ক্রীড়া প্রতিবেদক

বিকেএসপিতে গত মঙ্গলবার মোহামেডানের বিরুদ্ধে বৃষ্টি বিঘিœত ম্যাচে খেলতে অস্বীকার করায় প্লেয়িং কন্ডিশন অনুযায়ী ব্রাদার্স ইউনিয়নের ২ পয়েন্ট কেটে নিয়েছে সিসিডিএম। টানা চার হারের ধাক্কা সামলে নিয়ম মাফিক দুই পয়েন্ট পেয়ে মোহামেডান এখন সুপার সিক্সের লড়াইয়ে। তবে এই পয়েন্ট কর্তন কোনোভাবেই মেনে নিতে পারেনি ব্রাদার্স। সেজন্য ক্লাবটি ম্যাচ রেফারির সিদ্ধান্তের বিপক্ষে আপিল করেছে। সেখানে পুনরায় ম্যাচ আয়োজনের আবেদন জানিয়েছে। অবশ্য সিসিডিএমের সদস্য সচিব তওহিদ মাহমুদ জানিয়েছেন, ম্যাচ রেফারির রিপোর্ট এখনো হাতে আসেনি। সেটা পাওয়ার পর সিসিডিএমের টেকনিক্যাল কমিটি সিদ্ধান্ত নেবে।  ব্রাদার্সের ম্যানেজার আমিন খান বলেন, ‘আমরা আপিল করেছি ম্যাচ পুনরায় আয়োজন করতে। তবে এটাও বলেছি, তদন্ত করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার। সেখানে যে সিদ্ধান্তই নেবে সিসিডিএম, সেটা মেনে নেব আমরা।’ সিসিডিএমের দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব তওহিদ মাহমুদ বলেন, ‘এখনো ম্যাচ রেফারির রিপোর্ট পাইনি। রিপোর্ট পাওয়ার পর সেটা নিয়ে সিসিডিএমের টেকনিক্যাল কমিটি বৈঠকে বসে সিদ্ধান্ত নেবে।’

নবম রাউন্ডে আজ মিরপুর আবাহনীর প্রতিপক্ষ প্রাইম দোলেশ্বর। বিকেএসপিতে রূপগঞ্জের প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি এবং ফতুল্লায় মুখোমুখি হবে খেলাঘর ও উত্তরা স্পোর্টিং।

সর্বশেষ খবর