শনিবার, ৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ক্যারিশমেটিক বোলিং

শাইনপুকুর ও গাজী গ্রুপের জয়

ক্রীড়া প্রতিবেদক

ক্যারিশমেটিক বোলিং

ফাইল ফটো

নিখুঁত লাইন-লেন্থ বজায় রেখে নিয়ন্ত্রিত বোলিং করতেন আল আমিন। এক সময় জাতীয় দলের অপরিহার্য বোলার ছিলেন তিনি। জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন ২০১৬ সালের নভেম্বরে। ধারাবাহিকতা হারিয়ে জাতীয় দলের বাইরে এবং নির্বাচকদের বিবেচনায়ই আসতে পারছেন না। তারপরও ঘরোয়া ক্রিকেটে বোলিং দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন নিয়মিত। গতকাল প্রিমিয়ার ক্রিকেটের নবাগত দল বিকেএসপিকে একাই গুঁড়িয়ে দিয়েছেন। আল আমিনের বিধ্বংসী বোলিংয়ে ১৭২ রানের পর্বতসমান জয় পেয়েছে প্রাইম ব্যাংক। একই দিন জাদুকরি বোলিং করেন দেলোয়ার হোসেন ও নাসুম আহমেদ।

ক্যারিয়ারে ৬ টেস্ট, ১৪ ওয়ানডে ও ২৫টি টি-২০ খেলেছেন আল আমিন। সব মিলিয়ে লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ৯১টি। ক্যারিয়ারের পঞ্চমবারের মতো ৫ বা ততোধিক উইকেট নিয়েছেন ডান হাতি পেসার। সেরা বোলিং ১৬ রানে ৬ উইকেট। গতকাল ফতুল্লায় দুই স্পেলে বোলিং করে আল আমিন উইকেট নিয়েছেন ৫টি। অবশ্য উইকেটগুলো সবই ৮ ওভারের প্রথম স্পেলে। ম্যাচ সেরা আল আমিনের বোলিং স্পেল ৮-৩-২০-৫। প্রথমে ব্যাট করে প্রাইম ব্যাংকের সংগ্রহ ছিল ৫০ ওভারে ৮ উইকেটে ২২২। সর্বোচ্চ ৯২ রান করেন ভারতীয় ব্যাটসম্যান অনুস্টপ এশ্বারন। নাহিদ করেন ৫০ রান। জবাবে আল আমিনের টর্নেডো বোলিংয়ে ২২ ওভারে মাত্র ৫০ রানে গুটিয়ে যায় বিকেএসপি। একমাত্র পারভেজ দুই অঙ্কের রান করেন, ১৫। চলতি লিগে এটা সর্বনিম্ন স্কোর। সব মিলিয়ে বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে এটা পঞ্চম সর্বনিম্ন। সর্বনিম্ন স্কোর চট্টগ্রামের ৩০, জাতীয় ক্রিকেটে। ৯ ম্যাচে প্রাইমের সপ্তম জয় এবং বিকেএসপির ষষ্ঠ হার।

প্রথম সেসনে দুরন্ত বোলিংয়ের পর দ্বিতীয় সেসনে টর্নেডো ব্যাটিং; দেলোয়ারের অলরাউন্ডিং পারফরম্যান্সে শাইনপুকুর ২ উইকেটে মোহামেডানকে হারিয়ে ফিরে এসেছে সুপার সিক্সের লড়াইয়ে। ৯ ম্যাচে শাইনপুকুরের চার নম্বর জয় এবং মোহামেডানের পঞ্চম হার। আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৯ রানে হারের তিক্ত স্বাদ দিয়েছেন গাজী ক্রিকেটার্সের বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদ। লিস্ট ‘এ’ ক্রিকেটে এবার নিয়ে দ্বিতীয়বার ৫ বা ততোধিক উইকেট নিয়েছেন তরুণ নাসুম। এটা নবম ম্যাচে গাজীর চতুর্থ জয় এবং ব্রাদার্সের সপ্তম হার। প্রথমে ব্যাট করে ৩২৪ করেছিল মোহামেডান। ৩২৫ রানের পর্বতসমান টার্গেট টপকাতে নেমে ২ উইকেট হাতে রেখেই জিতে যায় শাইনপুকুর। আরেক ম্যাচে গাজী গ্রুপ প্রথমে ব্যাট করে ২০৬ রানে অলআউট হয়ে যায়। লক্ষ্য তাড়া করতে নেমে ১৯৭ রানে গুটিয়ে যায় ব্রাদার্স।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর