শনিবার, ৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

৩৪ আসরে ৩৩ চ্যাম্পিয়ন

টেনিসে প্রায় দেড় দশক ধরে রজার ফেদেরার ছেলেদের টেনিসে কর্তৃত্ব করেছেন। তার সঙ্গে ছিলেন রাফায়েল নাদাল এবং নোভাক জকোভিচও। অন্যরা মাঝে মধ্যে কিছু টুর্নামেন্ট জিতলেও এ তিনজনের শ্রেষ্ঠত্ব স্বীকৃত ছিল। মেয়েদের টেনিসেও উইলিয়ামস বোনেরা দীর্ঘদিন রাজত্ব করেছেন। তবে সেই দিন আর নেই। চলতি বছরের প্রথম কোয়ার্টারে মোট ৩৪টি টুর্নামেন্টে ৩৩ জন চ্যাম্পিয়নের দেখা পেয়েছে টেনিস দুনিয়া। মেয়েদের ১৪টি আসরে ১৪ জন চ্যাম্পিয়ন। ছেলেদের ২০টি আসরে ১৯ জন চ্যাম্পিয়ন। কেবল রজার ফেদেরারই দুটি টুর্নামেন্ট (দুবাই চ্যাম্পিয়নশিপ ও মিয়ামি ওপেন) জিতেছেন। টেনিসের জন্য এটা দারুণ এক ব্যাপার। তরুণ তারকারা উঠে আসছেন দ্রুত গতিতে। পুরনোদের আধিপত্য ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে!

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর