সোমবার, ৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

মোহামেডানকে গুঁড়িয়ে দিল বসুন্ধরা

ক্রীড়া প্রতিবেদক

মোহামেডানকে গুঁড়িয়ে দিল বসুন্ধরা

রেলিগেশন বাঁচাতে তৃতীয় কোচের দ্বারস্থ মোহামেডান। ইংলিশ বংশোভূত অস্ট্রেলিয়ান কোচের ম্যাজিকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে দেশের লক্ষ কোটি ফুটবলপ্রেমীর প্রিয় দল মোহামেডান। গতকাল সেই স্বপ্ন বুকে ধারণ করে খেলতে নেমেছিল বসুন্ধরা কিংসের বিপক্ষে। অস্কার ব্রুজোনের কৌশলী ফুটবলের সঙ্গে পেরে উঠেনি সিন ব্রেনডান লেনের মোহামেডান। দ্রুতগতির আক্রমণাত্মক ফুটবল খেলে ১০ ম্যাচে নবম জয় তুলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছেন বসুন্ধরা কিংস। দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে থাকতে বসুন্ধরা ৪-১ গোলে গুঁড়িয়ে দিয়েছে সাদা কালো শিবির মোহামেডানকে। বসুন্ধরার পক্ষে গোল করেন মার্কোস (২), মতিন মিয়া (১) ও বখতিয়ার (১)। ১০ ম্যাচে বসুন্ধরা কিংসের পয়েন্ট ২৮। দুইয়ে থাকা আবাহনীর পয়েন্ট সমসংখ্যক ম্যাচে ২৪, শেখ রাসেলের পয়েন্ট ২১। ১৩ দলের লিগে ১১ নম্বরে থাকা মোহামেডানের পয়েন্ট ৫। এক মাস বিরতির পর ফের মাঠে গড়িয়েছে প্রিমিয়ার ফুটবল লিগ। লম্বা বিরতি হলেও বসুন্ধরার ধ্রুপদী খেলায় বিন্দুমাত্র ছাপ পড়েনি। বরং বিশ্রাম পেয়ে আরও উদ্দীপ্ত ও তেজোদীপ্ত মনে হয়েছে ড্যানিয়েল কলিনড্রেস, মার্কোস ভিনিসিয়াস, বখতিয়ার দইশেভেকভ, জর্জ গটর, মতিন মিয়াদের। এদিকে শেখ রাসেল ক্রীড়া চক্র গোল শূন্য ড্র করেছে মুক্তিযোদ্ধার সঙ্গে। ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে শেখ রাসেল।

সর্বশেষ খবর