মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

লিটনের ছক্কায় মুখ থেঁতলে গেল মাঠকর্মীর

ক্রীড়া প্রতিবেদক

লিটনের ছক্কায় মুখ থেঁতলে গেল মাঠকর্মীর

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে চলছিল মোহামেডান ও প্রাইম ব্যাংকের খেলা। সীমানার বাইরে খেলা দেখছিলেন জুয়েল নামে এক মাঠকর্মী। মোহামেডানের ব্যাটসম্যান লিটন দাসের ছক্কায় বল গিয়ে আঘাত করে সেই ছাতায়। শুধু তাই নয়, ছাতা ভেদ করে বল আঘাত করে মাঠকর্মীর মুখে। সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করে বাইশগজ থেকে মাঠকর্মীর কাছে ছুটে যান লিটন। বলের প্রচ- আঘাতে তার মুখ থেঁতলে যায়। সঙ্গে সঙ্গে স্ট্রেচারে করে বিকেএসপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার ঠোঁটে দেওয়া হয়েছে পাঁচটি সেলাই। দাঁতেও আঘাত পাওয়ায় মাঠকর্মী জুয়েলকে ডেন্টিস্টের কাছেও নেওয়া হয়েছিল।

অনাকাক্সিক্ষত এ ঘটনার পর আর ব্যাটিংয়ে মনোযোগ দিতে পারেননি লিটন। দারুণ শুরু করেও ৩৬ রানেই আটকে যায় তার ইনিংস। আগের ম্যাচেও শাইনপুকুরের বিরুদ্ধে ৮৪ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন লিটন।

গতকাল জাতীয় দলের এ তারকা ব্যাটসম্যান মাত্র একটিই ছক্কা হাঁকিয়েছেন, আর তাতেই বিপত্তি।

 

 

 

সর্বশেষ খবর