শিরোনাম
মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

টটেনহ্যামের সামনে ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক

টটেনহ্যামের সামনে ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা লড়াইয়ে টিকে আছে ম্যানসিটি। লিগ কাপ জয় করেছে আগেই। এফএ কাপেও ফাইনাল নিশ্চিত করেছে তারা। এবার চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালের পথে ছোটার সময়। আজ চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে টটেনহ্যামের মুখোমুখি হচ্ছে পেপ গার্ডিওলার দল ম্যানসিটি। অন্যদিকে লিভারপুল মুখোমুখি হচ্ছে পোর্তোর।

ম্যানসিটিতে আসার আগে পেপ গার্ডিওলার লক্ষ্য ছিল, দলটাকে চ্যাম্পিয়ন্স লিগ উপহার দেওয়া। এই লক্ষ্য এখনো পূরণ হয়নি। তবে চলতি মৌসুমে তার দল দুর্দান্ত খেলছে। এক মৌসুম আগে পেপ গার্ডিওলাই বলেছিলেন, ম্যানসিটি এখনো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য প্রস্তুত নয়। তবে গত এক বছরে দলটাকে অনেক বদলে দিয়েছেন তিনি। এবার তারা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য লড়াই করতেই পারে! ম্যানসিটি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যামের মুখোমুখি হচ্ছে। অবশ্য দুই দল ইংলিশ ফুটবলে বেশ পুরনো প্রতিপক্ষ। ১৫৭বার মুখোমুখি হয়েছে তারা। গত ১৬ ম্যাচের ১১টাতেই ম্যানসিটি জিতেছে টটেনহ্যামের বিপক্ষে। হেরেছে কেবল ৪টিতে। এই রেকর্ড অনেকটাই এগিয়ে রাখবে গার্ডিওলার শিষ্যদের। আজ টটেনহ্যামের মাঠে জিতলে সেমিফাইনালে খেলা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে ম্যানসিটির। পর্তুগিজ ক্লাব পোর্তোর বিপক্ষে ৬বার মুখোমুখি হয়ে অপরাজিত ছিল লিভারপুল। তিনবার জিতেছে, তিনবার ড্র করেছে।

 

সর্বশেষ খবর