মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

কিংসের ঘাড়ে নিঃশ্বাস আবাহনীর

ক্রীড়া প্রতিবেদক

কিংসের ঘাড়ে নিঃশ্বাস আবাহনীর

এএফসি ক্লাব কাপে উদ্বোধনী ম্যাচে নেপালের মাটিতে নেপাল চ্যাম্পিয়ন মানাং মার্সিয়াংদিকে হারিয়ে উজ্জীবিত ঢাকা আবাহনী। সেই আত্মবিশ্বাস নিয়ে গতকাল মাঠে নামে চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষ ছিল চট্টগ্রাম আবাহনী। শক্তির বিচারে পরিষ্কার ফেবারিট ঢাকা আবাহনী। তারপর আবার বিদেশের মাঠে ম্যাচ জেতার আত্মবিশ্বাসী ছিল দলের ফুটবলাররা। তবু সতর্ক ছিল ফুটবলে দেশের সফল দলটি। যতই পিছিয়ে থাকুক চট্টগ্রাম আবাহনীকে তো আর তুচ্ছ-তাচ্ছিল্য করা যায় না।

লিগের প্রথম পর্ব শেষের দিকে। তাই এ সময়ে ছোটদের কাছে পয়েন্ট হারানো মানে ঝুঁকিতে পড়ে যাওয়া। না চ্যাম্পিয়ন আবাহনীকে রুখে দিতে পারেনি বন্দর নগরীর আবাহনী। ২-০ গোলে হেরে মাঠ ছেড়েছে তারা। এ জয়ে ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংসের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে ঢাকা আবাহনী। কিংস এক ম্যাচ কম খেললেও ২৮ পয়েন্টে অপরাজিতভাবেই শীর্ষে রয়েছে। একটু পিছিয়ে শেখ রাসেলের সংগ্রহ ১০ ম্যাচে ২১ আর সাইফের ২০। বড় কোনো অঘটন না ঘটলে এই চার দলের মধ্যে শিরোপা লড়াই সীমাবদ্ধ থাকার কথা। ১১ ম্যাচে চ্যাম্পিয়নরা হার মেনেছে বসুন্ধরা কিংস ও শেখ রাসেলের কাছে। বাকি ৯ ম্যাচ জিতে বসুন্ধরা কিংসের পিছু ছাড়ছে না আবাহনী। দিনের আরেক ম্যাচে বিজেএমসিকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে পাঁচে উঠলো আরামবাগ ক্রীড়া সংঘ।

সর্বশেষ খবর