বুধবার, ১০ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ওল্ড ট্র্রাফোর্ডের অতিথি বার্সা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

ক্রীড়া ডেস্ক

ওল্ড ট্র্রাফোর্ডের অতিথি বার্সা

ম্যানইউ দলের অনুশীলন

ওলে গুনার সোলকার ম্যানইউতে ভালো সময়ই কাটাচ্ছেন। পিএসজিকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রেড ডেভিলরা নিজেদের প্রমাণ করেছিল। এবার বার্সেলোনার মুখোমুখি হওয়ার পালা। সোলকারের দল কঠিন পরীক্ষা দিতে আজ ওল্ড ট্র্যাফোর্ডে খেলতে নামবে বার্সেলোনার বিপক্ষে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ খেলতে নামছে দুই দল। এছাড়াও আজ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ খেলতে ক্রিস্টিয়ানো রোনালদোরা (জুভেন্টাস) যাবে ডাচ ক্লাব আয়াক্সের মাঠে। বার্সা-ম্যানইউ লড়াই মানেই বাড়তি উত্তেজনা। দুই দলের সমর্থকের সংখ্যা কম নয় বিশ্বজুড়ে। তবে বার্সেলোনার সঙ্গে ম্যানইউর অতীত লড়াই খুব একটা সুখকর নয়। ২০০৯ ও ২০১১ সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। দুবারই জিতেছে বার্সেলোনা। দুবারই জয়ের নায়ক ছিলেন লিওনেল মেসি। বার্সেলোনার বিপক্ষে ম্যানইউর সর্বশেষ জয় ২০০৮ সালে। সেবার পল স্কলসের গোলে সেমিফাইনালে জিতেছিল রেড ডেভিলরা। দুই দল এর আগে ১১ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৪ বার জিতেছে বার্সা। ৩ বার জিতেছে ম্যানইউ। বাকি ৪ বার ড্র। আজ মেসিদের বিপক্ষে কেমন করে সোলকারের দল দেখা যাক! এদিকে আয়াক্সের বিপক্ষে জুভেন্টাস এক কঠিন দল। ১৯৭৩ সালের পর আয়াক্স আর জুভেন্টাসকে হারাতে পারেনি। গত ৯টা ম্যাচেই ওল্ড লেডিরা অপরাজিত ছিল আয়াক্সের বিপক্ষে (জয় ৫টি, ড্র ৪টি)। তবে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে হারিয়েই কোয়ার্টার ফাইনালে এসেছে আয়াক্স। ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় এক সময়কার দুর্দান্ত এই দল আবার পুরনো রূপে ফিরবে কি না বলা কঠিন।

সর্বশেষ খবর