শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

মেসির গোল নেই, বার্সার জয়

ক্রীড়া ডেস্ক

মেসির গোল নেই, বার্সার জয়

ক্রিস্টিয়ানো রোনালদো ওল্ড ট্র্যাফোর্ড ছেড়েছেন প্রায় এক দশক আগে। কিন্তু সেখানে তার অসংখ্য ভক্ত এখনো তাকে দিনমান স¥রণ করেন। তারই প্রমাণ মিলল ম্যানইউ-বার্সা ম্যাচে। লিওনেল মেসি আহত হয়ে চিকিৎসা নিতে মাঠের বাইরে গেলে দর্শকসারি থেকে রোনালদোর নামে ‘ভিভা রোনালদো’ জয়ধ্বনি ওঠে। ম্যানইউর ডিফেন্ডার ক্রিস স্মলিংয়ের সঙ্গে বল দখলের লড়াইয়ে আঘাত পান মেসি। এর ফলে মুখের কয়েক স্থানে কেটে যায় এবং নাক দিয়ে রক্ত ঝরতে থাকে। মেসি মাটিতে লুটিয়ে পড়েন। মেসি রক্তাক্ত হয়ে বার্সা সমর্থকদের দুশ্চিন্তা বাড়ালেও ম্যাচটা জিতেছে বার্সেলোনাই। লিউক শ’য়ের আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানের জয় নিয়ে বাড়ি ফিরে বার্সেলোনা। দ্বিতীয় লেগে ন্যু ক্যাম্পে পরাজয় এড়াতে পারলেই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত হবে কাতালানদের। অবশ্য সুযোগ থাকছে ম্যানইউরও। বার্সার মাঠে ২-০ গোলে জিতলে সেমিফাইনাল খেলতে পারবে সোলকারের দলও।

বার্সেলোনার বিপক্ষেই ম্যানইউর আসল পরীক্ষা হবে। এটা ওলে গুনার সোলকার বেশ ভালোভাবেই বুঝেছিলেন। আর ম্যাচে যে মেসিই হয়ে ওঠবেন বড় বাধা, এটাও জানা ছিল ম্যানইউ কোচের। তবে মেসিকে রুখে দেবার বিশেষ কোনো পরিকল্পনা নিতে পারেননি তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর