শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

প্রথম পর্বে সেরা বসুন্ধরা

ক্রীড়া প্রতিবেদক

প্রথম পর্বে সেরা বসুন্ধরা

জিতলেই প্রথমপর্বে শীর্ষে থাকা নিশ্চিত বসুন্ধরা কিংসের। অথচ মাত্র তিন মিনিটের মাথায় সাইফ স্পোর্টিংয়ে কাছে গোল খেয়ে হতবাক হয়ে যায় কিংসের শিবির। নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতেছে বসুন্ধরা কিংসই। কিন্তু সাইফ কাঁপিয়ে ছেড়েছিল। যে সুযোগ তারা নষ্ট করেছে তা কাজে লাগাতে পারলে ফলাফল অন্য রকমও হতে পারত।

১১ ম্যাচে ১০ জয়ে ৩১ পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংসের প্রথম পর্বে শীর্ষে থাকাটা নিশ্চিত হয়ে গেল। ঢাকা আবাহনী যদি আগামীকাল শেখ জামালকে হারাতে পারে তাহলে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে প্রথম পর্ব শেষ করবে। তাই চট্টগ্রাম আবাহনীর কাছে কিংস হারলেও তাদের অবস্থানের রদবদল হবে না। তিন মিনিটেই করদোবার গোলে এগিয়ে সাইফ। ২৯ মিনিট পর ম্যাচে সমতায় আনেন মার্কোস ভিনিসিয়াস। ৪২ মিনিটে কলিনড্রেস ও যোগ করা সময়ে দুশবেকভ বখতিয়ার জালে বল পাঠালে পিছিয়ে থাকা কিংস প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে থাকে।

দ্বিতীয়ার্ধে শুরুতে ব্যবধান কমান সাইফের রিয়াজুল। এরপর সমতা ফেরানোর সুযোগ পেলেও হার এড়াতে পারেনি সাইফ। তিন বিদেশির গোলে কিংস জিতলেও গোলরক্ষক জিকোর অবদান কম নয়। সাইফের বেশ কটি নিশ্চিত গোল রক্ষা করেন তিনি। এদিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লিগের আরেক ম্যাচে শেখ রাসেল ক্রীড়াচক্র ২-০ গোলে রহমতগঞ্জকে হারায়। প্রথমার্ধে সোহেল রানা ও রাফায়েল গোল দুটি করেন। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেখ রাসেল।

সর্বশেষ খবর