শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

মেয়েদের চোখে স্বপ্ন দেখেছি

ক্রীড়া প্রতিবেদক

মেয়েদের চোখে স্বপ্ন দেখেছি

বাংলাদেশ নারী ফুটবল দলের জার্সি হাতে কলাম্বিয়ান নারী ফুটবলার জেসিকা ও ক্যাথেরিন -বাংলাদেশ প্রতিদিন

‘কলম্বিয়ার সবাই ফুটবল খেলে। সেখানে আপনি ফুটবলার গুনে শেষ করতে পারবেন না। বাড়ি থেকে বেরুলেই দেখবেন, সবাই ফুটবল খেলছে। ওখানে সুসংগঠিত হওয়ার প্রয়োজন পড়ে না। কারণ, কলম্বিয়ায় আমরা ফুটবলকে কেবল খেলা মনে করি না। এটা আমাদের জীবনেরই অংশ।’ গতকাল বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে এভাবেই বলছিলেন কলম্বিয়ার জার্সিতে অলিম্পিক খেলা নারী ফুটবলার জেসিকা হুরতাডো। তার সঙ্গে থাকা কলম্বিয়ার বিশ্বকাপ খেলা নারী ফুটবলার ক্যাথেরিনও ছিলেন।

বাংলাদেশে নারী ফুটবলারদের উৎসাহ দিতে কলম্বিয়ান দুই নারী ফুটবলার এসেছেন ঢাকায়। জেসিকা হুরতাডো বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে নারী ফুটবল দলের অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করছেন। অন্যদিকে ক্যাথেরিন বর্তমানে কলম্বিয়ান নারী জাতীয় দলের জার্সিতে খেলে যাচ্ছেন। বাংলাদেশের ফুটবলের সম্ভাবনা নিয়ে বলতে গিয়ে জেসিকা বলেন, ‘আমি এখানকার মেয়েদের সঙ্গে কথা বলেছি। তাদের চোখে স্বপ্ন দেখেছি আমি। ওরা খুবই উৎসাহ নিয়ে ফুটবল খেলে যাচ্ছে। আশা করি ওরা একদিন নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে।’ ক্যাথেরিন বলেন, ‘এখানে এসে মনে হচ্ছে আমি নিজের পরিবারের সঙ্গেই আছি। নিজের বাড়িতে। সবাই আমাকে খুবই আপন করে নিয়েছে।’ তিনি আরও বলেন, ‘মেয়েদেরকে কোনো অংশেই পুরুষের চেয়ে কম মনে করা যাবে না।’ এসব বিষয়ের পাশাপাশি কলম্বিয়ার বর্তমান ফুটবল নিয়েও কথা বলেন জেসিকা। তিনি বলেন, ‘আমাদের ওখানে কিছু সমস্যা দেখা দিয়েছে। আমাদের দল ৩০০ দিন ধরে অনুশীলনে নেই।’ বর্তমানে কলম্বিয়ায় নারী ফুটবলারদের উপর যৌন নির্যাতনের অভিযোগে আন্দোলন চলছে।

সর্বশেষ খবর