শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

সুপার সিক্সে মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক

সুপার সিক্সে খেলতে সমীকরণটা একদম সহজ ছিল না মোহামেডানের। জয় চাই। জিতলেই গাজী ক্রিকেটার্স ও শাইন পুকুরকে পেছনে ফেলে নিশ্চিত হবে সুপার সিক্স। বিকেএসপির বিপক্ষে এমন সমীকরণের ম্যাচটি মোহামেডান ১ উইকেটে জিতেছে ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে সাকলাইন সজিবের বাউন্ডারিতে। সরল দোলকের মতো দুলতে থাকা ম্যাচটি জিততে মতিঝিল পাড়ার দলটির শেষ ওভারে দরকার ছিল ৯ রান। দুই বাউন্ডারিতে জয়ের প্রয়োজনীয় রান তুলে সুপার সিক্সে জায়গা করে নেয় মোহামেডান। সুপার সিক্সের লড়াইয়ে টিকে থাকা গাজী ক্রিকেটার্স ৩৪ রানে হেরেছে প্রাইম ব্যাংকের কাছে এবং বৃষ্টি¯œাত ম্যাচে ডিএল মেথডে ১৫ রানে খেলাঘর সমাজকল্যাণকে হারিয়েছে শাইন পুকুর। সুপার সিক্স নিশ্চিত করা ছয় দল লিজেন্ড অব রূপগঞ্জ, আবাহনী, প্রাইম ব্যাংক, প্রাইম দোলেশ্বর, মোহামেডান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। রেলিগেশন খেলবে পয়েন্ট টেবিলের নিচের তিন দল খেলাঘর, বিকেএসপি ও উত্তরা স্পোর্টিং।

ফতুল্লায় প্রথমে ব্যাট করে ৫০ ওভারে বিকেএসপির সংগ্রহ ছিল ৭ উইকেটে ২৪৯। সর্বোচ্চ ৬০ রান করেন আমিনুল ইসলাম। ৭৩ বলের ইনিংসটিতে ছিল ৫টি চার। ওপেনার ফরহাদ করেন ৪২ বলে ৩২ রান। শামীম হাসান ৪৯ রানের ইনিংসটি খেলেন ৭৩ বলে। আমিনুল ও শামীম তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ২২.৪ ওভারে ৯৪ রান। তাদের গড়ে দেওয়া জুটির উপর ভিত করেই লড়াকু স্কোর গড়ে শিক্ষা প্রতিষ্ঠানটি। মোহামেডানের পক্ষে ৩টি করে উইকেট নেন রাহাতুল ফেরদৌস ও  ভারতীয় অলরাউন্ডার রজত ভাটিয়া।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর