শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বৈশাখী ক্রীড়া উৎসব

ক্রীড়া প্রতিবেদক

ছেলেবেলার বৈশাখ মানেই ছিল গ্রামে গ্রামে নানা আয়োজন। কোথাও লাঠি খেলা, কোথাও বা হাডুডু। দাঁড়িয়াবান্ধা আর কুস্তির কদরও কম ছিল না। মোরগ লড়াই, ষাঁড়ের লড়াইয়ের দর্শক ছিল অগুনতি। সেই হারানো ঐতিহ্যই ফিরিয়ে আনতে যাচ্ছে বাংলাদেশ কান্ট্রি গেমস এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীকে সামনে রেখে বৈশাখী ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়েছে। পল্টন ময়দানে তিন দিনব্যাপী লোকজ ক্রীড়া উৎসব শুরু হবে আজ থেকে। গতকাল বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ ব্যপারে নানা তথ্য তুলে ধরেন বাংলাদেশ কান্ট্রি গেমসের সভাপতি শাইখ সিরাজ এবং বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের মহাসচিব আশিকুর রহমান মিকুসহ অন্যরা।

 দেশের ১৬টি জেলা থেকে ৮টি খেলায় অংশ নিতে খেলোয়াড়রা আসছেন পল্টন ময়দানে। এই খেলাগুলোর মধ্যে রয়েছে বলি, লাঠি, হাডুডু, কুস্তি, বৌছি, দাঁড়িয়াবান্ধা, মোরগ লড়াই ও ষাঁড়ের লড়াই। দেশের হারিয়ে যাওয়া এসব গৌরবময় খেলাগুলোকে তরুণ প্রজন্মের কাছে নতুন করে তুলে ধরতেই এই আয়োজন। শাইখ সিরাজ তার বক্তব্যে বলেন, ‘এক সময় এসব কেবল খেলা ছিল না। অন্যায়ের প্রতিবাদও ছিল। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অংশ হিসেবেই বলি খেলা শুরু হয়েছিল। তাছাড়া লাঠিবাজিও কেবল খেলা নয়। এটা অন্যায়ের প্রতিবাদের প্রতীক।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর