শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

গ্রামীণ খেলায় মাতোয়ারা ঢাকা

ক্রীড়া প্রতিবেদক

গ্রামীণ খেলায় মাতোয়ারা ঢাকা

আজ অনুষ্ঠিত হবে হা-ডু-ডু, কুস্তি, বৌছি এবং দাঁড়িয়াবান্ধা। শহুরে তরুণরা তো এসব খেলার নামই জানে না। আগামীকাল ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হবে বিশেষ আকর্ষণ হিসেবে।

পল্টন ময়দান লোকে লোকারণ্য। চলছে লোকজ ক্রীড়া উৎসব। গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া খেলার সঙ্গে নতুন করে পরিচয়ের সূত্র তৈরি করতে এই আয়োজন করেছে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ এবং বাংলাদেশ কান্ট্রি গেমস। গতকাল শুরু হয়েছে বৈশাখী এই ক্রীড়া উৎসব। প্রথম দিনেই লাঠিয়াল বাহিনীর লাঠি ঘুরেছে। টাঙ্গাইল, কুষ্টিয়া, রাজবাড়ী, নড়াইল, জামালপুর এবং নেত্রকোনা জেলা থেকে এসেছেন লাঠিয়ালরা। লাঠির ঠোকাঠুকি দেখে আনন্দে মেতেছেন দর্শকরা। হাত তালি উৎসাহ যুগিয়েছেন লাঠিয়ালদের। দুর্দান্ত লাঠি খেলা এক সময় গ্রাম-বাংলার স্থানে স্থানে চোখে পড়ত। ঐতিহ্যের অংশ এই খেলা সম্পর্কে নতুন প্রজন্মকে জানানোই ছিল আয়োজনের উদ্দেশ্য। গতকাল চট্টগ্রামের বিখ্যাত বলি খেলাও অনুষ্ঠিত হয়েছে। আবদুল জব্বারের বিখ্যাত বলি খেলা বেশ জনপ্রিয় চট্টগ্রামে। গতকাল ঢাকার দর্শকরাও প্রত্যক্ষ করলেন শক্তি পরীক্ষার এই খেলা। অবশ্য বলি খেলায় শক্তির পাশাপাশি কৌশলেরও বড় ভূমিকা রয়েছে। তিন দিনব্যাপী আয়োজিত এই ক্রীড়া উৎসবে আজ এবং কাল অনুষ্ঠিত হবে গ্রাম-বাংলার বেশ কয়েকটি ঐতিহ্যবাহী খেলা। আজ অনুষ্ঠিত হবে হা-ডু-ডু, কুস্তি, বৌছি এবং দাড়িয়াবান্ধা। গ্রামে এই খেলাগুলো এক সময় জনপ্রিয় হলেও এখন বেশিরভাগই আর চোখে পড়ে না। শহুরে তরুণরা  তো অনেক খেলার নামই জানে না।

 

সর্বশেষ খবর