শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

আকরামের চোখে আইসিসি ট্রফি

ক্রীড়া প্রতিবেদক

আকরামের চোখে আইসিসি ট্রফি

বাংলাদেশ এখন নিয়মিত টেস্ট, ওয়ানডে ও টি-২০ খেলছে। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়ান কাপে অংশ নিচ্ছে নিয়মিত। অথচ ১৯৯৭ সালের আগে এসব ছিল শুধুই স্বপ্ন। সেদিন আকরাম খানের ৬৮ রানের ম্যাচজয়ী ইনিংসেই বাংলাদেশের স্বপ্নগুলো পূরণ হয়েছে একে একে। নেদারল্যান্ডসের বিপক্ষে অতিমানবীয় ওই ইনিংসটিকে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের ক্রিকেটের ভিত্তিপ্রস্থর। আইসিসি ট্রফিজয়ী অধিনায়ক আকরাম অবশ্য বলছেন, ‘৯৭ সালের আইসিসি ট্রফির শিরোপাই বাংলাদেশের ক্রিকেটকে আজকের অবস্থানে এনে দাঁড় করিয়েছে।’

২২ বছর আগে আকরাম, রফিকরা মালয়েশিয়ায় পা রেখেছিলেন এক বুক স্বপ্ন নিয়ে। আইসিসি ট্রফির শীর্ষ তিন দল বিশ্বকাপ খেলবে- এমন সমীকরণে বাংলাদেশের সম্ভাবনা ছিল অনেক। সেই সম্ভাবনা বাস্তবায়নের কঠিন দায়িত্ব পড়েছিল আকরামের ওপর। সেদিনকার আইসিসি ট্রফির জয়ের কথা জিজ্ঞাসা করতেই স্মৃতির ঝাঁপি খুলে দেন সফল অধিনায়ক, ‘১৯৯৪ সালের আইসিসি ট্রফিতে আমরা ফেবারিট ছিলাম। কিন্তু পারিনি। না পারার হতাশায় ভেঙে পড়েছিলাম। তখন মনে হয়েছিল আর কখনোই হবে না। ক্রিকেট সে সময় দ্বিতীয় জনপ্রিয় খেলা হলেও বিশ্বকাপে খেলার সম্ভাবনা ছিল সবচেয়ে বেশি। ১৯৯৭ সালে যখন ফের আইসিসি ট্রফির সুযোগ আসে, তখন আমরা সুযোগটাকে কাজে লাগানোর কথা ভাবলাম। অধিনায়ক হিসেবে সবাইকে চেষ্টা করেছিলাম স্বপ্ন পূরণে উজ্জীবিত করতে। তবে কাজটি সহজ ছিল না। আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কাজ কঠিন হয়ে যায়। বিশ্বকাপ খেলার স্বপ্ন টিকিয়ে রাখতে নেদারল্যান্ডসকে হারাতেই হতো।

সর্বশেষ খবর