শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ইউরোপাতে ইংলিশ আধিপত্য

ক্রীড়া ডেস্ক

বেশ কয়েক বছর ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় স্প্যানি আধিপত্য ছিল চোখে পড়ার মতো। এবার স্প্যানিশদের সরিয়ে দিয়েছে ইংলিশরা। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে আট দলের চারটিই ইংলিশ প্রিমিয়ার লিগের। এখান থেকে অন্তত দুটি খেলতে যাচ্ছে সেমিফাইনাল। ইউরোপা লিগের সেমিফাইনালেও দুই ইংলিশ ক্লাবের দেখা মিলতে পারে। গত বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জয় পেয়েছে আর্সেনাল ও চেলসি। এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল ২-০ গোলে হারিয়েছে ইতালিয়ান ক্লাব নেপোলিকে। দলের পক্ষে গোল করেছেন অ্যারন রামসি। নেপোলির কালিদু একটি আত্মঘাতী গোল করেছেন। চেক প্রজাতন্ত্রের ক্লাব স্লাভিয়া প্রাহাকে ১-০ গোলে হারিয়েছে চেলসি। দলের পক্ষে জয়সূচক গোলটি করেছেন মারকোস আলোনসো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর