রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

নির্বাচন নিয়ে যত প্রশ্ন

কাউন্সিলরশিপের জন্য ক্লাবের কারও সমর্থক ও প্রস্তাবক থাকতে হবে। সিকান্দার কি তা করেছেন?

ক্রীড়া প্রতিবেদক

নির্বাচন নিয়ে যত প্রশ্ন

২৯ এপ্রিল হকি ফেডারেশনের নতুন নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। পূর্বের তারিখ ছিল ৮ এপ্রিল। কিন্তু প্রথম বিভাগ লিগের দল শিশু-কিশোর সংঘের কাউন্সিলরশিপ নিয়ে কোর্টে রিট করেন হকির বর্ষিয়ান সংগঠক মোহাম্মদ সিকান্দার হায়াত। শিশু-কিশোরের কাউন্সিলর পান আরেক সংগঠক তারেক মোহাম্মদ আদেল। সিকান্দার রিটে উল্লেখ করেন তারেকের কাউন্সিলরশিপ বৈধ নয়। তিনিই শিশু-কিশোরের প্রকৃত কাউন্সিলর। আদালতে তা নিষ্পত্তি না পর্যন্ত ৪ এপ্রিল হকির নির্বাচন স্থগিত ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ। বিষয়টি নিষ্পত্তি না হলেও ক্রীড়া পরিষদ নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করে। এ ব্যাপারে ক্রীড়া পরিষদের আইনি পরামর্শক বলেছেন, তারেক ছাড়াই নির্বাচন করতে বাধা নেই। তবে ২৯ এপ্রিলের আগে তারেক যদি আদালতে তার কাউন্সিলরশিপ বৈধ প্রমাণ করতে পারেন, অবশ্যই তিনি ভোট দিতে পারবেন। উল্লেখ্য তারেক আবার নির্বাহী সদস্য পদেও প্রার্থী হয়েছেন। এ ব্যাপারে ক্রীড়া পরিষদের ভাষ্য কাউন্সিলরশিপের বৈধতা পেলে অবশ্যই প্রার্থীও হতে পারেন।  প্রশ্ন হচ্ছে তারেক যদি কোর্টে বৈধতা প্রমাণ করতে না পারেন তাহলে নির্বাচন ঘিরে নতুন সংশয় সৃষ্টি হবে না? ক্রীড়া পরিষদের এক কর্মকর্তা বলেছেন, আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তারেক পাল্টা মামলা করলে পুনরায় নির্বাচন ঝুলে যেতে পারে। সিকান্দার নিজেকে শিশু-কিশোরের কাউন্সিলর দাবি করছেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। কেননা কাউন্সিলরশিপের জন্য ক্লাবের কারও সত্যায়িত লাগে, তাও নেই। সেখানে আছে সিকান্দারের নিজের সই। একজন কাউন্সিলর কি নিজের পক্ষে সমর্থন দিতে পারেন? তারেকের কাউন্সিলরশিপ নিয়ে আপত্তি তোলায় ক্রীড়া পরিষদ শুনানি করে। এখানে তার কাউন্সিলরশিপ বৈধতাও পায়। বুয়েট আবাসিক এলাকায় তরুণদের নিয়ে গড়া শিশু-কিশোর সংঘ। তবে এই ক্লাব বুয়েট পরিচালিত নয়। ক্লাবের সঙ্গে সিকান্দারের সংশ্লিষ্টতার কোনো কাগজপত্রে প্রমাণ পাওয়া যায়নি। ১৯৮৮ সালেই তিনি বিদেশে চলে যান।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর