রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

শ্বাসরুদ্ধকর এক ম্যাচ

শ্বাসরুদ্ধকর এক ম্যাচ

বিকালেই নেমে এলো সন্ধ্যার অন্ধকার। ছুটে এলো কাল বৈশাখী ঝড়। ধুলির প্রকোপ থেকে বাঁচতে ৩৫ মিনিট খেলার পর ম্যাচ বন্ধ করে দিলেন রেফারি আনিসুর রহমান। এরপর ঝড়ো বৃষ্টি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জমলো পানি। বৃষ্টি একটু থামতেই পানি সরাতে হাতে বোর্ড নিয়ে বল বয়রা ছুটে গেল মাঠে। সেঁচতে লাগল পানি। এ যেন চামচ দিয়ে সমুদ্র সেঁচার মতো ব্যাপার। তবে পানির উপরই ম্যাচটা অনুষ্ঠিত হলো মাঝখানে প্রায় দেড় ঘণ্টার বিরতি দিয়ে। এরপরই যেন শুরু হলো গোল বৃষ্টি। আবাহনী জিতল ৪-৩ ব্যবধানে। এক সময় ৪-১ এগিয়ে ছিল আকাশি নীল-সাদা জার্সিধারীরা। শেখ জামাল সেখান থেকে কঠিন লড়াই করে ম্যাচে ফিরে। আবাহনীর পক্ষে একটি করে গোল করেছেন মাসিহ সাইগানি, বেলফোর্ট এবং নাবিব নেওয়াজ জীবন। এছাড়াও শেখ জামালের মানিক একটা আত্মঘাতী গোল করেন। অথচ ম্যাচটায় এগিয়ে ছিল শেখ জামালই। ম্যাচ শুরুর পর আধ মিনিট হওয়ার আগেই শেখ জামালকে এগিয়ে দিয়েছিলেন লুসিয়ানো। এরপর পিছিয়ে পড়া শেখ জামালের পক্ষে দুটি গোল করেন জিকু। তবে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি হলুদ জার্সিধারীরা। এই জয়ে আবাহনী লিমিটেড মৌসুমের প্রথম পর্বটা দুইয়ে থেকেই শেষ করল। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ৩০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। শেখ জামাল ৮ নম্বরে অবস্থান করছে। এদিকে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে গোল শূন্য ড্র করেছে বিজেএমসি-ব্রাদার্স ইউনিয়ন। দুটি দলই লিগের নিচের দিকে অবস্থান করছে। ব্রাদার্স ৬ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে এবং ৫ পয়েন্ট নিয়ে বিজেএমসি ১৩ নম্বরে। রেলিগেশন থেকে বাঁচতে হলে মৌসুমের দ্বিতীয় পর্বে বেশ কয়েকটা জয় প্রয়োজন দুই দলেরই।

সর্বশেষ খবর