রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

সুপার সিক্স শুরু কাল

ক্রীড়া প্রতিবেদক

চমকে দেওয়ার মতো কোনো ফল ছিল প্রিমিয়ার ক্রিকেটের প্রথম লেগে। ফেবারিট দলগুলোই জায়গা নিয়েছে সুপার সিক্সে। তবে শুরুর ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি আবাহনী। তাই তিন হারে রান রেটে নেমে গেছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে। বিস্ময়ের জন্ম দিয়েছে লিজেন্ড অব রূপগঞ্জ। জাতীয় দলের সাবেক ড্যাসিং ক্রিকেটার আফতাবের সুকৌশলী কোচিংয়ে আবাহনী, প্রাইম ব্যাংকের মতো দলকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলে সবার উপরে ঠাঁই নিয়েছে দলটি। আজ বাংলা নতুন বছর শুরু। বর্ষবরণ বলে খেলা নেই। আগামীকাল ছয় দলের সুপার সিক্স মাঠে গড়াচ্ছে। প্রথম দিনেই ৬ দল মুখোমুখি হচ্ছে সমীকরণ মেনে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের চার নম্বর দল প্রাইম দোলেশ্বর। বিকেএসপিতে লিজেন্ড অব রূপগঞ্জের প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং এবং ফতুল্লায় খেলবে প্রাইম ব্যাংক ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।  নাইম ইসলাম, মোহাম্মদ নাঈম, মুমিনুল হক, মেহেদি মারুফের রূপগঞ্জ প্রথম লেগে হেরেছে মাত্র একটি ম্যাচ।
বাকি ১০ ম্যাচে জিতে ২০ পয়েন্ট নিয়ে সবার উপরে।
দলটির সেরা পারফরমার ব্যাট হাতে মোহাম্মদ নাঈম, ১১ ম্যাচে রান ৪৬৪। ওপেনার মেহেদি মারুফ ৭ ম্যাচে ২টি সেঞ্চুরি ও ২টি হাফসেঞ্চুরিসহ রান করেছেন ৪১৯। বল হাতে সেরা পারফরমার মোহাম্মদ শহীদ ও নাবিল সামাদ। দুজনেরই উইকেট সংখ্যা ১৫টি। ৮টি করে জয় প্রাইম ব্যাংক ও আবাহনীর। তবে রান রেটে এগিয়ে সার্ভিসেস দলটি। প্রাইম ব্যাংকের সেরা ব্যাটসম্যান এনামুল হক বিজয় ও এশ্বারণ অভিমন্যু। ১১ ম্যাচে তিন সেঞ্চুরিতে এনামুলের রান ৫১১ এবং এশ্বারণের রান ৭ ম্যাচে ৪৯৬। ১৪ উইকেট নিয়ে সবার উপরে বাঁ হাতি স্পিনার আব্দুর রাজ্জাক রাজ। আবাহনী শুরু থেকে ছুটছিল দুর্দান্ত গতিতে। শেষ দিকে থমকে দাঁড়ায়। দলটির সেরা পারফরমার জহুরুল ইসলাম অমি। ১০ ম্যাচে তার রান ৫৩৭ এবং অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের রান ১১ ম্যাচে ৪২৮। নাজমুল ইসলামের উইকেট ১৪টি, টাইগার ওয়ানডে অধিনায়ক মাশরাফির উইকেট সংখ্যা ১০টি। চার নম্বর দল প্রাইম দোলেশ্বরের সেরা ব্যাটসম্যান সাইফ হাসানের রান ১১ ম্যাচে ৫০৬ এবং ফরহাদ রেজার উইকেট ২৭টি। পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর দল শেখ জামালের সেরা ব্যাটসম্যান অধিনায়ক নুরুল হাসান ৩৫৪ রান এবং বোলার সালাউদ্দিন সাকি ১৫ উইকেট। সুপার সিক্সের সবার তলানির দল  মোহামেডানের সেরা পারফরমার অধিনায়ক রকিবুল হাসানের রান ৫৪৫ এবং সেরা বোলার সোহাগ গাজীর উইকেট ১৬টি।  
বিকেএসপি, খেলাঘর সমাজকল্যাণ ও ব্রাদার্স ইউনিয়নের রেলিগেশন লিগ মাঠে গড়াবে ১৬ এপ্রিল।
সুপার সিক্সের খেলা
তারিখ        ম্যাচ                    ভেন্যু
১৫ এপ্রিল        রূপগঞ্জ-মোহামেডান    বিকেএসপি
১৫ এপ্রিল        প্রাইম ব্যাংক-শেখ জামাল    ফতুল্লা
১৫ এপ্রিল        আবাহনী-প্রাইম দোলেশ্বর    মিরপুর

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর