শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বসুন্ধরা কিংস রেকর্ড গড়েই শীর্ষে

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা কিংস রেকর্ড গড়েই শীর্ষে

স্বাধীনতা কাপ জিতে নতুন দল হিসেবে ইতিহাস গড়েছে বসুন্ধরা কিংস। ফেডারেশন কাপেও রানার্সআপ হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল এখনো শেষ হয়নি। তবু এরই মধ্যে নতুন এক রেকর্ড গড়ল কিংস। ঘরোয়া ফুটবল ইতিহাসে বসুন্ধরাই প্রথম দল যারা অভিষেকেই প্রথম পর্বে শীর্ষে থাকল অপরাজিতভাবে। আগের ম্যাচে সাইফ স্পোর্টিংকে হারিয়ে প্রথম পর্বে শীর্ষে থাকা নিশ্চিত করেছিল তারা। গতকাল হোম ভেন্যু নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে হারায় শিরোপা প্রত্যাশী কিংস। তিন বিদেশি দুশবেকভ বখতিয়ার, ড্যানিয়েল কলিনড্রেস ও মার্কোস ভিনিসাস গোলগুলো করেন।

এই জয়ে তারা ১২ ম্যাচে সর্বোচ্চ ৩৪ পয়েন্ট সংগ্রহ করল। বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী ১২ ম্যাচে দুই হারে ৩০ পয়েন্ট নিয়ে প্রথম পর্বে দ্বিতীয়স্থানে রয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রথম পর্বে ৪ পয়েন্টে এগিয়ে থেকে দ্বিতীয় পর্বটা শুরু করবে বসুন্ধরা কিংস।

গতবারে চ্যাম্পিয়নশিপ লিগে শিরোপা জিতে বসুন্ধরা কিংস এবার পেশাদার লিগ খেলছে। শুরুতেই দেশি ও বিদেশির সমন্বয়ে সেরা দল গড়েছে। এদিকে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে শেখ জামাল  ধানমন্ডি ক্লাব গোলশূন্য ড্র করেছে দুর্বল নোফেল স্পোর্টিংয়ের সঙ্গে। ১২ ম্যাচে জামালের পয়েন্ট ১৪।

সর্বশেষ খবর