শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

রূপগঞ্জের এগিয়ে যাওয়ার ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

ছয় দলের সুপার সিক্স। পাঁচ ম্যাচের দুটি শেষ। এখনো বাকি তিনটি। অথচ শিরোপা লড়াইয়ে টিকে রয়েছে দুটি দল লিজেন্ড অব রূপগঞ্জ ও আবাহনী। বাকি চার দল প্রাইম ব্যাংক, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, প্রাইম দোলেশ্বর ও মোহামেডান শুধু লড়ছে পজিশনের জন্য। আজ সুপার সিক্সের তৃতীয় রাউন্ডের খেলা। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে শিরোপা প্রত্যাশী আবাহনী ও প্রাইম ব্যাংক। বিকেএসপিতে পয়েন্ট টেবিলের শীর্ষ দল লিজেন্ড অব রূপগঞ্জের প্রতিপক্ষ প্রাইম দোলেশ্বর এবং বিকেএসপিতে পরস্পর প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ও মোহামেডান।

সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে শেখ জামালের কাছে হেরে জয়রথ থেমে যায় রূপগঞ্জের। প্রিমিয়ার ক্রিকেটের শিরোপা জিততে হলে আজ জিততেই হবে নাইম হাসান, মোহাম্মদ নাইম, মুমিনুল, সাইফ হাসানের রূপগঞ্জকে। হারাতে হবে ফরহাদ রেজার প্রাইম দোলেশ্বরকে। যদি হেরে যায়, তাহলেও শিরোপার স্বপ্ন টিকে থাকবে, এজন্য শেষ রাউন্ডে আবাহনীর বিপক্ষে ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে দলটিকে। শিরোপা ধরে রাখতে হলে আবাহনীকেও হারাতে হবে প্রাইম ব্যাংককে। যদি হেরে যায় মাশরাফি, মোসাদ্দেক, মিথুন, সাব্বির, সৌম্যর আবাহনী, তাহলে ধূলিসাৎ হয়ে যাবে শিরোপা স্বপ্ন। আবাহনী এই মুহূর্তে লিগের সবচেয়ে তারকাসমৃদ্ধ দল। ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াডের ১৫ সদস্যের ৬ জনই আবাহনীর সদস্য। টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন, মোহাম্মদ সাইফুদ্দিন, সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন সৈকত। এই দলটি লিগ পর্বে তিন ম্যাচ হেরে পিছিয়ে পড়েছে শিরোপা লড়াইয়ে।

সর্বশেষ খবর