রবিবার, ২১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ম্যানসিটি ফের শীর্ষে

ক্রীড়া ডেস্ক

ম্যানসিটি ফের শীর্ষে

ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুম শেষ হতে মাত্র ৪ ম্যাচ বাকি। এখনো বলার উপায় নেই, চ্যাম্পিয়ন হবে কোন দল। ম্যানচেস্টার সিটি নাকি লিভারপুল? অবশ্য লড়াইটা এ দুই দলের মধ্যেই সীমাবদ্ধ চলতি মৌসুমে। গতকাল টটেনহ্যামের বিপক্ষে নিজেদের মাঠে ১-০ গোলের জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও শীর্ষে ওঠে এসেছে ম্যানসিটি। দলের পক্ষে জয়সূচক গোলটি করেছেন তরুণ ইংলিশ স্ট্রাইকার ফিল ফোডেন। এ জয়ে ৩৪ ম্যাচে ৮৬ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষস্থান দখল করেছে ম্যানসিটি। সমান ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল লিভারপুল। আর টটেনহ্যামের জন্য শীর্ষ চারে টিকে থাকা কঠিন হয়ে গেল। ৩৪ ম্যাচে ৬৭ পয়েন্ট সংগ্রহ করে তিনে অবস্থান করছে তারা। ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে চারে আছে আর্সেনাল। চেলসির সংগ্রহও ৬৬ পয়েন্ট। ম্যানইউ ৬৪ পয়েন্ট নিয়ে আছে ছয় নম্বরে। আজ জিতলেই আর্সেনাল তিনে ওঠে আসবে। তাছাড়া ম্যানইউ এবং চেলসিও শীর্ষ চারে ওঠে আসার লড়াই করছে। টটেনহ্যামের পক্ষে এবার শীর্ষ চারে টিকে থাকা কঠিনই হয়ে গেল!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর