রবিবার, ২১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

টুকটিাকি

টুকটিাকি

সময়টা হিয়াঙ মিনের

টটেনহ্যামকে ৫৭ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তুলে এনেছেন দক্ষিণ কোরিয়ান তারকা সন হিয়াঙ মিন। কেবল চ্যাম্পিয়ন্স লিগেই নয়, দারুণ খেলছেন ইংলিশ প্রিমিয়ার লিগেও। শিরোপা রেসে নেই তারা। তবে শীর্ষ চারে টিকে আছে এখনো। চলতি মৌসুমে সবমিলিয়ে ৪১ ম্যাচে ২০ গোল করেছেন হিয়াঙ মিন। ইংলিশ প্রিমিয়ার লিগে করেছেন ১২টি। চ্যাম্পিয়ন্স লিগে করেছেন ৫টি। গত কয়েক সপ্তাহের পারফরম্যান্সে এই কোরিয়ান ফুটবলার সমর্থকদের কাছে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের চেয়েও বড় তারকা হয়ে ওঠেছেন। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে ম্যানসিটিকে হারানোর পর সন হিয়াঙ মিনকে নিয়ে টটেনহ্যাম সমর্থকরা দারুণ আনন্দিত।

পান্ডিয়া-লোকেশের জরিমানা

টিভি টক শোতে নারী নিয়ে বিরূপ মন্তব্য করায় জরিমানা গুনতে হচ্ছে ভারতের তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলকে। পরিচালক করণ জোহরের ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে তারা এমন কা- ঘটিয়েছিলেন। প্রত্যেককে ২৯ হাজার ডলারকে জরিমানা করা হয়েছে।

নতুন অধিনায়ক স্মিথ

আইপিএল সুবিধা করতে পারছে না রাজস্থান রয়্যালস। ৮ ম্যাচের মধ্যে তারা ৬টিতেই হেরে পয়েন্ট তালিকার তলানির দিকে আছে। এমন সময় দলকে উজ্জীবিত করতে অধিনায়ক পরিবর্তন করছে দলটি। আজিঙ্কা রাহানের জায়গায় এখন থেকে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ার তারকা স্টিভ স্মিথ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর