শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

তবু আশাবাদী রোডস

ক্রীড়া প্রতিবেদক

তবু আশাবাদী রোডস

কড়া নাড়ছে বিশ্বকাপ ক্রিকেট। ইংল্যান্ডের কঠিন কন্ডিশনের সঙ্গে মানিয়ে বিশ্বকাপ জিততে নিজেদের প্রস্তুত করে নিচ্ছে দলগুলো। প্রস্তুত হচ্ছে স্টিভ রোডসের কোচিংয়ে বাংলাদেশও। ১৯৯৯ সাল থেকে নিয়মিত বিশ্বকাপ খেলছে টাইগাররা। এবারই প্রথম স্বপ্ন দেখছে ভালো কিছুর। ক্রিকেটপ্রেমী বাংলাদেশিদের স্বপ্ন দেখাচ্ছেন কোচ রোডস। ইংলিশ বংশোদ্ভূত কোচ বিশ্বাস করেন, অভিজ্ঞতাপুষ্ট টাইগারদের পক্ষে এবার ভালো ফল করা সম্ভব।

বিশ্বকাপে যে ১০ দল অংশ নিবে এবার, এদের মধ্যে অভিজ্ঞ ক্রিকেটারের সংখ্যা সবচেয়ে বেশি বাংলাদেশের। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম চতুর্থবারের মতো বিশ্বকাপ খেলবেন। মাহমুদুল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন খেলবেন তৃতীয়বার। এমন একটি দল নিয়ে স্বপ্ন দেখা হিমালয় ডিঙানোর মতো নয়। এসব অভিজ্ঞ ক্রিকেটারে উপর পুরোপুরি আস্থা রয়েছে কোচ রোডসের, ‘আমাদের এমন ক্রিকেটার রয়েছেন, যাদের একাধিক বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে। অনেক ওয়ানডে ম্যাচ খেলেছেন ওরা। আমার মনে হয়, কয়েকজন ক্রিকেটারের প্রমাণের এটাই সেরা সময়।’ বিশ্বকাপে দলগুলো একে অপরের বিপক্ষে লিগ পদ্ধতিতে খেলবে। সেরা চার দল খেলবে সেমিফাইনাল। প্রায় সবগুলো দলেরই সম্ভাবনা রয়েছে সেরা চারে খেলার। অন্য দলগুলোর প্রতি শ্রদ্ধা জানিয়েই নিজেদের সম্ভাবনা নিয়ে বলেন রোডস, ‘বিশ্বকাপে অনেকগুলো দলই বেশ শক্তিশালী। সেখানে ভালো করাটা বাংলাদেশের জন্য একটু কঠিন। তবে আমি জানি, অন্য দেশগুলো আমাদের সমীহ করে। তারা ভালো করেই জানে, নিজেদের দিনে যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে। সেমিফাইনালে খেলতে আমাদের সেরাটাই খেলতে হবে।’ বিশ্বকাপে টাইগারদের ভালো করা অনেকটাই নির্ভর করছে পাঁচ অভিজ্ঞ ক্রিকেটারের পারফরম্যান্সের ওপর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর