শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

মেয়েদের দর্শক-মাতানো ফুটবল

গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

রাশেদুর রহমান

মেয়েদের দর্শক-মাতানো ফুটবল

ও ভাই, খেলা কেমন হলো? চটপটে জবাব, ‘খুব ভালো।’ ছেলেদের খেলা দেখেন? ‘না, মেয়েদের মতো ছেলেদের খেলায় অতটা ধার নেই। এ দলটাকে ভালো করে গড়ে তুলতে পারলে দারুণ করবে।’ আরামবাগ থেকে খেলা দেখতে আসা এই দর্শকের মুখেই কেবল নয়, হাজার হাজার ফুটবল সমর্থকের কণ্ঠে ভূয়সী প্রশংসা মৌসুমীদের। ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগেই তারা দল বেঁধে খেলা দেখতে আসেন রীতিমতো ঢাকঢোল বাজিয়ে আনন্দ মিছিল করতে করতে। মিছিলের সেই আনন্দ শেষ হয়নি ম্যাচের পরও। কিরগিজস্তানকে ২-১ গোলে হারিয়ে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী গোল্ডকাপে। কেবল এজন্যই নয়, সানজিদা-কৃষ্ণা-মৌসুমীদের ফুটবলটাই মাতিয়ে দিয়েছে দর্শকদের। প্রতিপক্ষের জালে মুহুর্মুহু আক্রমণ, দারুণ ড্রিবলিং, শৈল্পিক পাস, চমৎকার পারস্পরিক বোঝাপড়া, কী ছিল না ম্যাচে! ফুটবলের অনেকটা চাওয়া পূরণ করে দিলেন মৌসুমীরা। ছেলেরা কিরগিজস্তানের বিপক্ষে জয় দূরে থাক, ড্র-ই করতে পারেনি কোনো দিন। চারবার মুখোমুখি হয়ে সব বারই হেরেছে। সেখানে মেয়েদের প্রথম সাক্ষাতেই বাজিমাত! এ মাঠেই বিশ্বকাপ বাছাই পর্বে কিরগিজস্তানের কাছে ছেলেদের পরাজয়ের দুঃসহ স্মৃতি আছে। সেখানে মেয়েদের জয় পতাকা ওড়ানো অনেক বড় ব্যাপার ছিল।

সর্বশেষ খবর