শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
জেলার খেলা-২
দিনাজপুর

খেলোয়াড় তৈরির আঁতুড়ঘর!

রিয়াজুল ইসলাম, দিনাজপুর

খেলোয়াড় তৈরির আঁতুড়ঘর!

ক্রীড়াঙ্গনে সাফল্যময় এক জেলার নাম দিনাজপুর। উত্তরাঞ্চলের এ জেলা চলতি মাসেই ৩৯তম জাতীয় ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেট দলের ১৫ সদস্যের একজন লিটন দাস এ জেলারই কৃতীসন্তান। এ ছাড়া ঢাকা প্রিমিয়ার লিগে খেলা তারকা ধীমান ঘোষ, সঞ্জিত সাহা, জাহিদ জাবেদের বাড়িও দিনাজপুরেই। শুধু ক্রিকেটে নয়, অন্যান্য জাতীয় ক্রীড়া ইভেন্টেও সদর্পে জায়গা করে নিয়েছেন এ জেলার ক্রীড়াবিদরা। জাতীয় ফুটবল দলে খেলেন দিনাজপুরের হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। এ ছাড়া ঢাকার হকি লিগে রানা, ইমরান খেলেন। ভারোত্তোলনে সিলভারপ্রাপ্ত হামিসা, জাতীয় তায়কোয়ান্ডে গোল্ড পেয়েছেন রাহাত হোসেন, রোল বলের জাতীয় দলে খেলেন বুশরাসহ আরও অনেকেই। দিনাজপুরের ক্রীড়াবিদরা এখন জাতীয় পর্যায়ে আলোড়ন সৃষ্টি করছেন। উত্তরাঞ্চলের জেলাটি যেন জাতীয় খেলোয়াড় তৈরির আঁতুড়ঘর! দিনাজপুরে রয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) আঞ্চলিক কেন্দ্র। বিকেএসপির আন্তরিক প্রচেষ্টা ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগেই দিনাজপুরের খেলোয়াড়রা জেলার গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে জায়গা করে নিচ্ছেন। দিনাজপুর  বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক (ভারপ্রাপ্ত) আখিনুর জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বিকেএসপিই তৈরি করেছে লিটন দাস, ধীমান ঘোষসহ জাতীয় পর্যায়ের অনেক তারকা খেলোয়াড়। মহিলা ক্রিকেটেও জাতীয় পর্যায়ে খেলছেন রংপুর বিভাগের শারমিন আক্তার সুপ্তা, পিংকি, টুম্পা, ময়না, সুমনা।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর