শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ফের হোঁচট রিয়ালের

ক্রীড়া ডেস্ক

শিরোপা উৎসবের মঞ্চ তৈরি করে ফেলেছে বার্সেলোনা। চির প্রতিদ্বন্দ্বীরা যখন শিরোপার সুবাস পাচ্ছে, তখন লা লিগার সবচেয়ে প্রভাবশালী দল রিয়াল মাদ্রিদ হোঁচট খেয়েই চলেছে। লিগে গত তিন ম্যাচের দ্বিতীয়বারের মতো পয়েন্ট খুঁইয়েছে। পরশু রাতে পয়েন্ট হারিয়ে গেটাফের সঙ্গে গোলশূন্য ড্র করেছে দলটি। অথচ গত আগস্ট গেটাফকে ২-০ গোলে হারিয়ে লিগ শুরু করেছিল রিয়াল। এই ড্রয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দল বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান এখন ১৫। ৩৪ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬৫ এবং বার্সেলোনার পয়েন্ট ৮০। দুইয়ে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৭১। টানা ব্যর্থতায় রিয়ালের সমর্থকরা এবার পদত্যাগ দাবি করেছে ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের। গত পাঁচ বছরে রিয়াল একবার মাত্র লা লিগার শিরোপা জিতেছে। অবশ্য চ্যাম্পিয়ন্স লিগের হ্যাটট্রিক শিরোপা জিতে মান বাঁচিয়েছে। কিন্তু এবার লিগ শেষ হওয়ার আগেই মৌসুম শেষ বিশ্ব ফুটবলের সবচেয়ে প্রভাবশালী ক্লাবটির।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর