শিরোনাম
রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

গার্ডিওলার সামনে ইতিহাসের হাতছানি

ক্রীড়া ডেস্ক

পেপ গার্ডিওলার দল ম্যানচেস্টার সিটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে। তবে দারুণ একটা ইতিহাস হাতছানি দিচ্ছে গার্ডিওলাকে। প্রথম দল হিসেবে ইংল্যান্ডের লোকাল ট্রেবল জয়ের সুযোগ অপেক্ষা করছে ম্যানচেস্টার সিটির সামনে। এরই মধ্যে দলটা লিগ কাপ জয় করেছে। এফএ কাপের শিরোপাও ঘরে তোলার অপেক্ষায় আছে ম্যানচেস্টার সিটি। ১৮ মে’র ফাইনালে তারা ওয়াটফোর্ডের মুখোমুখি হবে। প্রতিপক্ষ সহজ হওয়ায় এফএ কাপটাও ম্যানসিটি ঘরে তুলতে পারে। তাছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগেও শিরোপা জয়ের পথে এগিয়ে রয়েছে পেপ গার্ডিওলার দল। হাতে থাকা তিনটা ম্যাচ সহজেই জিততে পারে তারা। ইংলিশ ফুটবলে কোনো ক্লাব একই মৌসুমে লিগ, লিগ কাপ এবং এফএ কাপ জিততে পারেনি। দারুণ এই ইতিহাসটা ম্যানসিটিই লিখতে পারে। ম্যানসিটি আজ বার্নলির মুখোমুখি হচ্ছে।

সর্বশেষ খবর