সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ত্রিদেশীয় টুর্নামেন্টে তাসকিন

ক্রীড়া প্রতিবেদক

ত্রিদেশীয় টুর্নামেন্টে তাসকিন

তাসকিন (বাঁয়ে) ও মাশরাফির খুনসুঁটি - বাংলাদেশ প্রতিদিন

বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ না পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন তাসকিন আহমেদ। তার কান্নার ছবিটি ভাইরাল হয়েছিল গোটা দেশে। ২০১৫ সালের বিশ্বকাপে বাংলাদেশের সেরা বোলারকে স্কিল ফিটনেসের অজুহাতে বাদ দিয়েছিলেন নির্বাচক প্যানেল। তাসকিনের সঙ্গে ফরহাদ রেজারও বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি। তাসকিন ইনজুরি থেকে উঠে এখন রয়েছেন ফর্মে। আর দুরন্ত ফর্মে ফরহাদ। অসাধারণ বোলিং করেছেন বিপিএল ও প্রিমিয়ার ক্রিকেটে। তারপরও জায়গা হয়নি বিশ্বকাপ স্কোয়াডে। দুই ক্রিকেটারকে জায়গা না দেওয়ায় চরমভাবে সমালোচিত হন নির্বাচকরা। শেষ পর্যন্ত অবশ্য নিজেদের অবস্থান থেকে সামান্য সরে এসেছেন মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার। দুই ক্রিকেটারকে গতকাল সংযুক্ত করেছেন আয়ারল্যান্ডগামী স্কোয়াডে। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডকে নিয়ে ৫ মে ডাবলিনে শুরু হবে তিন জাতির টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের ১৮ ও ১৯ নম্বর সদস্য ফরহাদ রেজা ও তাসকিন আহমেদ। টুর্নামেন্ট ও বিশ্বকাপ খেলতে ১ মে ঢাকা ছাড়বে মাশরাফি বিন মর্তুজার বাংলাদেশ। বাংলাদেশের মিশন শুরু হবে ৭ মে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে। টুর্নামেন্টের ফাইনাল ১৭ মে এবং বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ৯ মে, আয়ারল্যান্ড, ১৩ মে ওয়েস্ট ইন্ডিজ ও ১৫ মে আয়ারল্যান্ড ম্যাচ। বিশ্বকাপ শুরু ৩০ মে। বাংলাদেশের প্রথম ম্যাচ  ৪ জুন। প্রিমিয়ার ক্রিকেটে প্রাইম দোলেশ্বরের হয়ে দুরন্ত বোলিং করে ৩৮ উইকেট নেন ফরহাদ। সিমিং অলরাউন্ডার বাংলাদেশের জার্সি গায়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১১ সালের ডিসেম্বরে। টি-২০ খেলেছিলেন ২০১৪ সালে। গত পাঁচ বছর জাতীয় দলের বাইরে থাকায় মনে হয়েছিল আর কখনোই টাইগারদের হয়ে খেলতে পারবেন না। কিন্ত এবার কঠোর পরিশ্রম করে ফিরেছেন জাতীয় দলে। যদি তিন জাতির টুর্নামেন্টে নজরকাড়া পারফরম্যান্স করতে পারেন, তাহলে বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেতে পারেন। বিশ্বকাপে নাম পরিবর্তনের শেষ তারিখ ২৩ মে।

সর্বশেষ খবর