সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

সাজেদ-সাদেক প্যানেলের উন্নয়নের অঙ্গীকার

ক্রীড়া প্রতিবেদক

‘শুধু খেললেই হবে না। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে হবে। ক্রিকেটের জন্য বাংলাদেশ এখন সারা বিশে^ পরিচিত। ফুটবল বাংলাদেশে খুবই জনপ্রিয় খেলা। কিন্তু আমি মনে করি ক্রিকেটের পর বিশ্বমঞ্চে খেলার যোগ্যতা রয়েছে শুধুমাত্র হকির। যোগ্যতা থাকলেই হবে না, সঠিক পরিকল্পনা করে এগোতে হবে। আমার বিশ্বাস পরিকল্পনা মতো একসঙ্গে কাজ করে আগামী ৩ বছরের মধ্যে দেশের হকিকে একটি সঠিক জায়গায় নিয়ে যেতে হবে। টার্গেট করতে হবে র‌্যাঙ্কিং ৩০ থেকে ২০-এ নিয়ে আসতে।’ গতকাল ঢাকা ক্লাবে সাজেদ এ এ আদেল ও আবদুস সাদেকের প্যানেলের পরিচিতি সভায় কথাগুলো বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। নির্বাচনে অংশ নিচ্ছে সাজেদ-সাদেক প্যানেলের ২৮ প্রার্থী। সেখানেই বাংলাদেশ সরকারের ২০৪১ সালের উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে হকির উন্নয়নের অঙ্গীকারও করেছেন প্রার্থীরা। সাজেদ-সাদেক প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী আবদুস সাদেক ছাড়াও প্যানেলে রয়েছেন ৮ জন সাবেক জাতীয় খেলোয়াড় ও ৫ জন কোচ। নির্বাচনের নিজেদের প্রতিশ্রুতি নিয়ে সাদেক বলেন, ‘আমরা যদি নির্বাচিত হই, তাহলে বিপক্ষে নির্বাচন করা প্রার্থীদের নিয়ে কাজ করব। কারণ আমরা দেশের হকিকে এগিয়ে নিয়ে যেতেই নির্বাচন করছি। সাধারণ সম্পাদক প্রার্থী সাদেক বিশেষভাবে ধন্যবাদ জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। গতকালের প্যানেল পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেলের প্রার্থীরা ছাড়াও চট্টগ্রাম মেয়র আ জ ম নাছির, আশিকুর রহমান মিকু, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানসহ আরও সংগঠক।

সর্বশেষ খবর