মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

টটেনহ্যাম না আয়াক্স

ক্রীড়া ডেস্ক

টটেনহ্যাম না আয়াক্স

ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতার সর্বোচ্চ পর্যায়ে ইংলিশ ক্লাব টটেনহ্যামের চেয়ে ডাচ ক্লাব আয়াক্সের অভিজ্ঞতা অনেক বেশি। চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে সফল ক্লাবগুলোর মধ্যে আয়াক্সের নামও আছে। আয়াক্স ৪বার চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে।

রানার্সআপ হয়েছে ২বার। অন্যদিকে টটেনহ্যামের সর্বোচ্চ অর্জন ইউরোপা লিগে ২বার চ্যাম্পিয়ন হওয়া। চ্যাম্পিয়ন্স লিগে কখনো তারা ফাইনালও খেলতে পারেনি। অতীতের এই হিসেবে আজ আয়াক্সই ফেবারিট। তাছাড়া গত কয়েকদিনের পারফরম্যান্সও ডাচদেরই পক্ষে। প্রতিপক্ষের জালে গত পাঁচ ম্যাচে ১৪ গোল করেছে আয়াক্স। অন্যদিকে টটেনহ্যাম তো গত ম্যাচে ওয়েস্ট হ্যামের কাছে হেরেই গেছে। তারপরও চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগ খেলতে নামার আগে দুই পক্ষকেই ফেবারিটের তালিকায় রাখতে হবে। টটেনহ্যাম চলতি মৌসুমে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে। হ্যারি কেইনের পাশাপাশি দলের জার্সিতে দারুণ ফুটবল খেলছেন দক্ষিণ কোরিয়ার সন হিয়াঙ মিন। আজ সেমিফাইনালের প্রথম লেগে টটেনহ্যাম নিজেদের মাটিতে বড় বিপদ হয়ে দেখা দিতে পারে আয়াক্সের জন্য। তবে ডাচরাও কম নয়। ডি জঙ নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন দলটাকে। দারুণ ফুটবল খেলছেন দুসান তাদিচ।

দুই দলের যারাই ফাইনাল খেলুক, চ্যাম্পিয়ন্স লিগে দীর্ঘদিন পর একটা ব্যতিক্রমী কিছু ঘটতে যাচ্ছে। আয়াক্স শেষবার ফাইনাল খেলেছে ১৯৯৬ সালে। টটেনহ্যাম তো কখনো খেলেইনি। নতুন শতকে এক নতুন ফাইনালিস্টকে দেখা যাবে এবার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর