মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

রিয়ালের ১০ হারের মৌসুম

ক্রীড়া ডেস্ক

রিয়ালের ১০ হারের মৌসুম

রিয়াল মাদ্রিদ কেবল স্পেনেরই নয়, বিশ্ব ফুটবলেরও অন্যতম সেরা ক্লাব। নিজেদের ইতিহাসের শুরু থেকেই শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে তারা। তবে মাঝে মধ্যেই তাদের পতন হয়েছে। চলতি মৌসুমে যেমনটা হয়েছে। লা লিগায় ৩৫ ম্যাচের ১০টিতে হেরেছে রিয়াল। রবিবার তারা ১-০ গোলে হেরেছে ভলকানোর সঙ্গে। এ হারে ২০ জয় আর ৫ ড্রয়ে রিয়ালের সংগ্রহ ৬৫ পয়েন্ট। দীর্ঘদিন পর খুবই বাজে এক মৌসুম শেষ করার মুখে পড়েছে দলটা। রিয়াল মাদ্রিদ সর্বশেষ লিগে ১০ ম্যাচে হেরেছে ১০ বছর আগে ২০০৮-০৯ মৌসুমে। ৭০’র কম পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করেছে ২০০১-০২ মৌসুমে (৬৬ পয়েন্ট)। লা লিগায় ১০’র বেশি ম্যাচ হেরেছে রিয়াল মাদ্রিদ ১৯৯৮-৯৯ মৌসুমে (১২ ম্যাচ)। এখনো রিয়ালের তিন ম্যাচ বাকি। ভিয়ারিয়াল, সুসিদাদ এবং রিয়াল বেটিসের মুখোমুখি হবে জিদানের শিষ্যরা। এই তিন দলের বিপক্ষেই চলতি মৌসুমে পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ভিয়ারিয়ালের সঙ্গে ড্র করেছে (২-২)। বেটিস (২-১) এবং সুসিদাদের (২-০) কাছে হেরেছে। সামনের তিন ম্যাচ সহজ হবে না রিয়াল মাদ্রিদের জন্য। তিন ম্যাচেই হারলে রিয়াল মাদ্রিদ নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে মৌসুম শেষ করবে। এক মৌসুমে সর্বোচ্চ ১৩ ম্যাচ হেরেছে রিয়াল মাদ্রিদ (১৮৭৩-৭৪ মৌসুমে)। ইতিহাসের বাজে এই রেকর্ডের শিকার কী আবারও হবে রিয়াল মাদ্রিদ!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর